X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

বাড়িতে ঢুকে তরুণের গলায় উপর্যুপরি খুরের আঘাত

রংপুর প্রতিনিধি
১৫ ডিসেম্বর ২০২২, ১৪:১৭আপডেট : ১৫ ডিসেম্বর ২০২২, ১৪:১৭

বাড়িতে ঢুকে হামলা চালিয়ে খুর দিয়ে তরুণের গলায় উপর্যুপরি আঘাত করে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলা সদরের হরিণবাড়ি গ্রামে বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে।

খুরের আঘাতে গুরুতর আহত ওই তরুণের নাম আবদুর রহমান। তার বড় বোন জেসমিন আখতার জানান, তার ছোট ভাই পলাশবাড়ি সরকারি এসএম পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এস এসসি পাস করেছে। এখন কলেজে ভর্তির অপেক্ষায় রয়েছে। সাংসারিক অসচ্ছলতার কারণে লেখাপড়ার পাশাপাশি পলাশবাড়ি বাজারে মাছের আড়তে কাজ করে আবদুর রহমান। সাকিব পলাশবাড়ি এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ। তার অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ। দুদিন আগে সাকিব হরিণবাড়ি মহল্লায় তাদের বাড়ির টিউবওয়েলের হেড চুরি করে নিয়ে যায়। এ ব্যাপারে সাকিবের বাবা রাজু মিয়াসহ স্বজনদের কাছে অভিযোগ করলে সে দেখে নেওয়ার হুমকি দেয়। এ নিয়ে তার ছোট ভাই রহমানের সঙ্গে সাকিবের কথাকাটাকাটি হয়। এরই জের ধরে বুধবার মাছের আড়ত থেকে কাজ শেষে বাসায় আসলে সন্ত্রাসী সাকিব তার ক্যাডারবাহিনী বাড়িতে ঢুকে খুর দিয়ে আব্দুর রহমানের গলায় উপর্যুপরি আঘাত করে। প্রচুর রক্তক্ষরণে সে জ্ঞান হারিয়ে ফেলে। তাকে তাৎক্ষণিকভাবে পলাশবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক দ্রুত রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করার কথা বলেন। পরে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে হাসপাতালের ৬ নম্বর সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন আছে।

এ ব্যাপারে হাসপাতালের ওই ওয়ার্ডের চিকিৎসক ডা. সামিয়া জামান জানান, গলায় খুরের আঘাত গভীর হওয়ায় সেলাই দেওয়া যাচ্ছে না। আপাতত রক্ত বন্ধ করার ব্যবস্থা নেওয়া হয়েছে। জরুরি ভিত্তিতে অপারেশন করা দরকার। তার অবস্থা আশঙ্কাজনক।

আব্দুর রহমানের বড় ভাই সাবিরুল ইসলাম বলেন, ‘সন্ত্রাসী সাকিব তার ছোট ভাই রহমানকে জবাই করে হত্যা করার উদ্দেশ্যেই গলায় উপর্যুপরি আঘাত করেছে। তার অবস্থা আশঙ্কাজনক। আমরা সহায়-সম্বলহীন দরিদ্র মানুষ, চিকিৎসা করানোর প্রয়োজনীয় অর্থ নেই।’

তিনি আরও জানান, সন্ত্রাসী সাকিব এখন তার বাড়িতে দলবল নিয়ে দফায় দফায় হামলা করার জন্য হুমকি দিচ্ছে। বুধবার সন্ধায় ঘটনার পর রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে আবদুর রহমানকে। বিষয়টি থানাকে মৌখিকভাবে জানানো হয়েছে। মামলা দায়ের করার ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি অবিলম্বে ঘাতক সাকিবকে আটকের দাবি জানান।

এ ব্যাপারে পলাশবাড়ি থানার এসআই শওকত আলী জানান, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
পররাষ্ট্রমন্ত্রীর কাছে অসন্তোষ জানালেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রীর কাছে অসন্তোষ জানালেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!