X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

বিএনপির আমিনুলের আসনে মনোনয়ন চান যুবলীগ নেতা লিংকন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
২০ ডিসেম্বর ২০২২, ১৬:১১আপডেট : ২১ ডিসেম্বর ২০২২, ১২:০৬

বিএনপির পাঁচ সংসদ সদস্য পদত্যাগ করায় আগামী ১ ফেব্রুয়ারি সেসব আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর, নাচোল, ভোলাহাট) আসনের নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক কামরুল হাসান লিংকন। এ উপলক্ষে নির্বাচনি এলাকায় গণসংযোগ শুরু করেছেন লিংকন ও তার সমর্থকরা। মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকালে ওই আসনের তিন উপজেলায় গণসংযোগ করেন তিনি।

একাদশ সংসদ নির্বাচনে এই আসনে এমপি নির্বাচিত হয়েছিলেন বিএনপির আমিনুল ইসলাম। তিনি পদত্যাগ করায় আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে ইসি।

এ সময় উপস্থিত ছিলেন– আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। নৌকা প্রতীকের পক্ষে মোটরসাইকেল শোভাযাত্রা, গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভা করেন নেতাকর্মীরা।

পথসভায় নৌকায় ভোট চেয়ে বক্তব্য রাখেন লিংকন। এ সময় তিনি আওয়ামী লীগের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন। নির্বাচিত হলে জনসাধারণের মাঝে চাঁপাইনবাবগঞ্জকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। সাবেক এই ছাত্রনেতা দলীয় মনোনয়ন পেতে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন।

এর আগে প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণের সময় লিংকনের প্রতিদিন ৫০০ ব্যক্তিকে খাবার এবং নগদ অর্থ প্রদান কার্যক্রম ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

গণসংযোগ পথসভায় যুবলীগ নেতা কামরুল হাসান লিংকন বলেন, ‘দেশের উন্নয়নে নিজের সর্বোচ্চ দিয়ে কাজ করার চেষ্টা অব্যাহত রেখেছি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। উন্নয়নের প্রতীক নৌকার মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হলে চাঁপাইনবাবগঞ্জকে স্মার্ট জেলা হিসেবে গড়ে তুলতে কাজ করবো।’

তিনি আরও বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপি এমপির নিষ্ক্রিয়তায় উন্নয়ন বঞ্চিত হয় তিন উপজেলার জনসাধারণ। এ থেকে মুক্তি পেতে নৌকায় ভোট দেওয়ার বিকল্প নেই।’

প্রসঙ্গত, বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগের ফলে শূন্য হওয়া জাতীয় সংসদের পাঁচটি আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী আগামী ১ ফেব্রুয়ারি এই আসনগুলোতে নির্বাচন অনুষ্ঠিত হবে। উপনির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিন ৫ জানুয়ারি। মনোনয়ন যাচাই-বাছাইয়ের শেষ দিন ৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৫ জানুয়ারি। ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে (ইভিএম) সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে। 

/এমএএ/
সম্পর্কিত
ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচন ৫ জুন
উপজেলা নির্বাচন নিয়ে যুবলীগ নেতার ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
সর্বশেষ খবর
রাঙামাটিতে ডাম্প ট্রাক খাদে পড়ে ৬ শ্রমিক নিহত
রাঙামাটিতে ডাম্প ট্রাক খাদে পড়ে ৬ শ্রমিক নিহত
আরও বিস্তৃত হবে তাপপ্রবাহ, তবে সিলেটে হতে পারে বৃষ্টি
আরও বিস্তৃত হবে তাপপ্রবাহ, তবে সিলেটে হতে পারে বৃষ্টি
বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের শেষ ম্যাচের ভেন্যু চূড়ান্ত
বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের শেষ ম্যাচের ভেন্যু চূড়ান্ত
ফিরলেন ১৭৩ বাংলাদেশি, মিয়ানমারে ফেরত যাবেন ২৮৮ জন
ফিরলেন ১৭৩ বাংলাদেশি, মিয়ানমারে ফেরত যাবেন ২৮৮ জন
সর্বাধিক পঠিত
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?