X
শনিবার, ১৭ মে ২০২৫
৩ জ্যৈষ্ঠ ১৪৩২

মদপানে দুই তরুণীর মৃত্যুর অভিযোগ

মাদারীপুর প্রতিনিধি
১৫ অক্টোবর ২০২৩, ২০:৩৮আপডেট : ১৫ অক্টোবর ২০২৩, ২০:৩৮

মাদারীপুরে অতিরিক্ত মদপান করায় দুই তরুণীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে আরও দুই জনকে। শনিবার (১৪ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে মাদারীপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের কলেজ রোড এলাকার একটি বাড়িতে ঘটনা ঘটে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে সাগরিকা (২০), তার বান্ধবী পারুল (২৫), মা সাবিনা ইয়াসমিন ও মামা বাবু মিলে অতিরিক্ত মদপান করে নাচগান করে ঘুমিয়ে পড়েন। পরে হঠাৎ তাদের চিৎকার চেঁচামেচি শুনে রুমে ছুটে যান বাসার কেয়ারটেকার হেলাল সরদার। এ সময় ফ্লোরে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন সাগরিকাকে। এ ছাড়া অসুস্থ অবস্থায় সাগরিকার বান্ধবী পারুল, সাগরিকার মা ও মামাকে স্থানীয়রা উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক পারুল ও সাগরিকাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, স্থানীয় সূত্র জানিয়েছে, পহেলা অক্টোবর তিন জন ওই বাসায় ভাড়া ওঠেন। শনিবার রাতে বাসায় আসে অপরিচিত আরও ৩-৪ জন নারী। পরে ঘটে এই ঘটনা। এরপর অপরিচিতদের আর কোনও হদিস পাওয়া যাচ্ছে না।

স্থানীয় বাসিন্দা আবদুর রহমান বলেন, ‘তাদের ঘরের ভেতরে যা কিছু পাওয়া গেছে তাতে আমাদের ধারণা, অতিরিক্ত মদ্যপান করার কারণেই তাদের এই অবস্থা হয়েছে।’

মাদারীপুর সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক রিয়াজ মাহমুদ বলেন, ‘গভীর রাতে আমাদের এখানে চার থেকে পাঁচ জন নারীকে ভর্তি করা হয়। তাদের মধ্যে দুজন আগেই মারা গেছেন। আরও দুজনের অবস্থা আশঙ্কাজনক। ময়নাতন্ত্রের পর বাকি বিষয়গুলো জানা যাবে।’

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, প্রাথমিকভাবে জানা গেছে, সাগরিকা তার বান্ধবী, মা ও মামাকে নিয়ে মদ খেয়ে ঘুমিয়ে পড়েছিলেন। এরপর সবাই অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে দুই জনের মৃত্যু হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নির্বাচনের বিষয়ে নির্বাচন কমিশন চিন্তা করবে, এটি আমার দায়িত্ব না: এম সাখাওয়াত
নির্বাচনের বিষয়ে নির্বাচন কমিশন চিন্তা করবে, এটি আমার দায়িত্ব না: এম সাখাওয়াত
বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় আরও ১৫৬৬ গ্রেফতার
বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় আরও ১৫৬৬ গ্রেফতার
চট্টগ্রাম বন্দর বিদেশিদের লিজ দেওয়া হবে আত্মঘাতী: বাংলাদেশ ন্যাপ
চট্টগ্রাম বন্দর বিদেশিদের লিজ দেওয়া হবে আত্মঘাতী: বাংলাদেশ ন্যাপ
পাঁচ দাবি না মানলে আবারও মাঠে নামবেন ৭ কলেজের শিক্ষার্থীরা
পাঁচ দাবি না মানলে আবারও মাঠে নামবেন ৭ কলেজের শিক্ষার্থীরা
সর্বাধিক পঠিত
চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ
চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ
চট্টগ্রামে হচ্ছে একাধিক হাসপাতাল, পাল্টে যাচ্ছে স্বাস্থ্য সেবার চিত্র
চট্টগ্রামে হচ্ছে একাধিক হাসপাতাল, পাল্টে যাচ্ছে স্বাস্থ্য সেবার চিত্র
নগরভবনে উপদেষ্টা আসিফকে অবাঞ্ছিত ঘোষণা
নগরভবনে উপদেষ্টা আসিফকে অবাঞ্ছিত ঘোষণা
গুলিস্তানে জুলাই যোদ্ধাদের সঙ্গে এনসিপি’র যুবশক্তির নেতাদের হট্টগোল
গুলিস্তানে জুলাই যোদ্ধাদের সঙ্গে এনসিপি’র যুবশক্তির নেতাদের হট্টগোল
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলন স্থগিত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলন স্থগিত