দিনাজপুরের হিলিতে নিষিদ্ধ কোমল পানীয় বিক্রির দায়ে শরিফুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার সকাল পৌনে ১১টায় হিলির ডাঙ্গাপাড়া বাজারে এই অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা ইয়াসমিন।
দণ্ডপ্রাপ্ত শরিফুল ইসলাম ওই এলাকার মৃত নজর আলীর ছেলে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, হিলির ডাঙ্গাপাড়া বাজারে শরিফুল ইসলামের দোকানে নিষিদ্ধ কোমল পানীয় বিক্রি করা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে সকালে অভিযান চালানো হয়। এ সময় দোকানে নিষিদ্ধ কোমল পানীয় পাওয়া যায়। তাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৫৩ ধারা অনুযায়ী ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নিষিদ্ধ কোমল পানীয় জব্দ করা হয়েছে।
এ সময় হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়, খট্টামাধবপাড়া ইউপি চেয়ারম্যান কাওসার রহমান উপস্থিত ছিলেন।