X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

ঝিনাইদহে দগ্ধ চীনা নাগরিককে ঢামেক হাসপাতালে ভর্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মার্চ ২০১৬, ২১:৩৮আপডেট : ১০ মার্চ ২০১৬, ২১:৪১

ঝিনাইদহ ঝিনাইদহের সদর উপজেলার অচিন্তানগরে তাজি অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের কন্টেইনার বিস্ফোরণে দগ্ধ চীনা নাগরিকসহ তিনজনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এর মধ্যে চীনের নাগরিক ফ্রাং সেভিন(৪২)-এর  অবস্থা আশঙ্কাজনক। তার শরীরের ৫৮ শতাংশ দগ্ধ হয়েছে।
বৃহস্পতিবার সকাল সড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুপুরের পর চীনা নাগরিক ফ্রাংকে হেলিকপ্টারে করে ঝিনাইদহ থেকে এনে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। এই ঘটনায় দগ্ধ আরও দুই শ্রমিককে সন্ধ্যায় ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন, জোবায়ের হোসেন (২৫) ও জালাল হোসেন।
ঢামেক পুলিশ বক্সের ইনচার্জ মোজাম্মেল হক এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
এর আগে, বৃহস্পতিবার সকালে ঝিনাইদহের তাজি অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ কোম্পানিতে কাজ করার সময় কন্টেইনার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে চীনা নাগরিকসহ ৪ জন দগ্ধ হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।
তাজি অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের ম্যানেজার শাহাবুদ্দিন আহম্মেদ জানান, দীর্ঘদিন ধরে পাট কাঠি জ্বালিয়ে ছাই তৈরি করে বিদেশে রফতানি করা হতো।

প্রতিষ্ঠানটির কমার্সিয়াল ম্যানেজার ফজলে রাব্বি বাংলা ট্রিবিউনকে বলেন, চীনা ওই নাগরিক কোম্পানিতে প্রধান কারিগর হিসেবে একমাস ধরে কাজ করছিলেন। ব্যবসায়িক কথাবার্তা বলতেও তিনি সেখানে এসেছেন। বৃহষ্পতিবার হঠাৎ করেই এই দুর্ঘটনা ঘটে।

তিনি আরও বলেন, চীনা ওই নাগরিককে আইসিউতে রাখা হয়েছে। তার শরীরের অবস্থা ভালো। চিকিৎসকরা জানিয়েছেন উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।

 /এমআর/এআরআর/এনএস/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা
সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা
কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রাষ্ট্রপতি
কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রাষ্ট্রপতি
দিনাজপুরে একসঙ্গে ২০ হাজার কণ্ঠে গীতা পাঠ
দিনাজপুরে একসঙ্গে ২০ হাজার কণ্ঠে গীতা পাঠ
উপজেলা নির্বাচন আগের যে কোনও নির্বাচনের চেয়ে ভালো হবে: ইসি হাবিব
উপজেলা নির্বাচন আগের যে কোনও নির্বাচনের চেয়ে ভালো হবে: ইসি হাবিব
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই