X
রবিবার, ১৩ জুলাই ২০২৫
২৯ আষাঢ় ১৪৩২

জুতার ভেতরে ২ কোটি টাকা মূল্যের স্বর্ণের বার

যশোর প্রতিনিধি
০২ জুন ২০২৫, ১৬:৫৮আপডেট : ০২ জুন ২০২৫, ১৮:০৫

চোরাচালানি লিটন রায়ের (৫০) জুতার ভেতরে স্কচটেপ দিয়ে বিশেষ কায়দায় মোড়ানো ছিল ১২টি স্বর্ণের বার। যার ওজন এক কেজি ৩৯৭ গ্রাম, দাম প্রায় ২ কোটি ৩ লাখ ৫১ হাজার টাকা।

সোমবার (২ জুন) সকালে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ানের (৪৯ বিজিবি) সদস্যরা লিটন রায়কে আটক করে। এরপর দেহে তল্লাশি চালিয়ে জুতার ভেতর থেকে ১২টি স্বর্ণের বার উদ্ধার করে।

এ ঘটনায় যশোর কোতয়ালি থানায় একটি মামলা করা হয়েছে। যার নম্বর ৭/০২.০৬.২৫।

বিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, বিজিবির কাছে তথ্য ছিল, আজ সকালের যেকোনও সময় নড়াইল থেকে যশোরের দিকে পাচারকারী আসবে। ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ণ নিয়ে যাবে। এই তথ্যের ভিত্তিতে সকাল সাড়ে ৬টার দিকে যশোর ব্যাটালিয়নের হাবিলদার মুহাম্মদ রবিউল ইসলামের নেতৃত্বে একটি টিম যশোর সদরের ঝুমঝুমপুর এলাকার নীলগঞ্জ ব্রিজের ওপর অবস্থান করে।

হাবিলদার মুহাম্মদ রবিউল ইসলাম জানান, সকালে সাড়ে ৮টার দিকে ব্রিজের ওপর দিয়ে এক ব্যক্তিকে যেতে দেখেন। তারা ওই লোকটিকে থামতে বললে কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এরপর তাকে পাকড়াও করে দেহ তল্লাশি করা হয়। এক সময় সে বিজিবি সদস্যদের কাছে স্বীকার করে তার জুতার ভেতরে বারগুলো রয়েছে। পরে জুতা খুলে দেখা যায়, ভেতরে স্কচটেপ দিয়ে বিশেষ কায়দায় ১২টি স্বর্ণের বার রাখা।

এদিকে, জব্দ বারগুলো স্বর্ণের কিনা সেটি যশোর শহরের বাংলাদেশ জুয়েলারি সমিতির সদস্যভুক্ত একটি দোকানে পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হয় বিজিবি।

এরপর লিটন রায় নামে ওই ব্যক্তিকে অভিযুক্ত করে যশোর কোতয়ালি থানায় একটি মামলা করেন হাবিলদার মুহাম্মদ রবিউল ইসলাম।

বিজিবি সদস্যরা তার কাছ থেকে একটি মোবাইল ফোন সেট উদ্ধার করেন।

যশোর কোতয়ালি থানার ওসি আবুল হাসনাত খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘আসামি ও জব্দ করা স্বর্ণ আদালতে পাঠানো হয়েছে।’

আটক বিমল রায় ঢাকার সাভার থানার বিরুলিয়া এলাকার মধুসূদন রায়ের ছেলে। তিনি বর্তমানে ঢাকার শাঁখারীবাজার এলাকায় বসবাস করেন।

/এমএএ/
সম্পর্কিত
শাহজালালে এপিবিএনের হাতে ৮৯৬ গ্রাম স্বর্ণালঙ্কারসহ দুই চোরাকারবারি গ্রেফতার
পাচারকারীর জুতার ভেতরে ৮৭ লাখ টাকার স্বর্ণের বার
নিরাপত্তা জোরদারে যেসব উদ্যোগ নেওয়া হচ্ছে শাহজালালে
সর্বশেষ খবর
বড় শয়তান এখনও আমাদের কাঁধে শ্বাস ফেলছে: মাহফুজ আলম
বড় শয়তান এখনও আমাদের কাঁধে শ্বাস ফেলছে: মাহফুজ আলম
সেনাবাহিনীর হস্তক্ষেপে বনানীর সড়ক ছেড়েছেন সিএনজি-চালকরা
সেনাবাহিনীর হস্তক্ষেপে বনানীর সড়ক ছেড়েছেন সিএনজি-চালকরা
মিটফোর্ডে সোহাগ হত্যা: নেত্রকোনা থেকে দুই আসামি গ্রেফতার
মিটফোর্ডে সোহাগ হত্যা: নেত্রকোনা থেকে দুই আসামি গ্রেফতার
পশ্চিম তীরে ইসরায়েলি সেটেলারদের হামলায় মার্কিন নাগরিক নিহত
পশ্চিম তীরে ইসরায়েলি সেটেলারদের হামলায় মার্কিন নাগরিক নিহত
সর্বাধিক পঠিত
ইরানকে ‘শূন্য সমৃদ্ধকরণ’ চুক্তির পরামর্শ পুতিনের, তেহরানের প্রত্যাখ্যান
ইরানকে ‘শূন্য সমৃদ্ধকরণ’ চুক্তির পরামর্শ পুতিনের, তেহরানের প্রত্যাখ্যান
রাতের আঁধারে ভেঙে ফেলা হলো প্রজন্ম চত্বরের স্থাপনা
রাতের আঁধারে ভেঙে ফেলা হলো প্রজন্ম চত্বরের স্থাপনা
ভারতে গুহায় দুই মেয়েকে নিয়ে ‘ধ্যানমগ্ন’ রুশ নারী উদ্ধার
ভারতে গুহায় দুই মেয়েকে নিয়ে ‘ধ্যানমগ্ন’ রুশ নারী উদ্ধার
ব্যাংকের নিয়ন্ত্রণ হারানোর অভিযোগ, আন্তর্জাতিক আদালতে যাওয়ার হুমকি বিদেশি গ্রুপের
ব্যাংকের নিয়ন্ত্রণ হারানোর অভিযোগ, আন্তর্জাতিক আদালতে যাওয়ার হুমকি বিদেশি গ্রুপের
ভারত না এলেও ঢাকাতেই হবে এসিসি বৈঠক!
ভারত না এলেও ঢাকাতেই হবে এসিসি বৈঠক!