X
বুধবার, ০১ মে ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

তিন মাস পর ফিরে আসা মেহেদীকে পুলিশ হেফাজতে হাসপাতালে ভর্তি

বরিশাল প্রতিনিধি
১৯ এপ্রিল ২০১৭, ১৭:২৪আপডেট : ১৯ এপ্রিল ২০১৭, ১৭:২৪

মেহেদীকে পুলিশ হেফাজতে হাসপাতালে ভর্তি করা হয়েছে রাজধানীর বনানী থেকে নিখোঁজের সাড়ে তিন মাস পর বাড়ি ফিরে আসা মেহেদী হাসানকে পুলিশের হেফাজতে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ‘স্মৃতি মনে না থাকা’ এবং শারীরিক দুর্বলতার বিষয়টি পরীক্ষা করতে বুধবার তাকে বরিশালের বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গত সাড়ে তিন মাস কোথায় ছিল, কাদের সঙ্গে ছিল, কী করেছে এসব বিষয়ে কিছুই মনে নেই বলে দাবি করছে মেহেদী।

গত ডিসেম্বরে ঢাকা একটি রেস্তোরাঁ থেকে ‘নিখোঁজ’ চার শিক্ষার্থীর মধ্যে মঙ্গলবার বিকালে বাড়িতে ফিরে আসে মেহেদী হাসান। বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, ‘এতদিন কোথায় ছিল, কাদের সাথে ছিল, কীভাবে ও কেন ছাড়া পেল সে ব্যাপারে মেহেদী কিছুই জানে না বলছে। তবে তার পোশাক-পরিচ্ছদের অবস্থা ও ক্লিন শেভড চেহারাছবির সঙ্গে এ বক্তব্য মিলছে না। তাই তাকে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন।’

ওসি জানান,  মেহেদি ‘স্মৃতি ভুলে যাওয়া’ ও শারীরিক দুর্বলতার কথা বলায় তাকে পরিক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার জন্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রয়োজনে তাকে চিকিৎসার জন্য বরিশাল পাঠানো হবে। বাবুগঞ্জ থানায় মেহেদির বিরূদ্ধে কোনও মামলা না থাকলেও সুস্থ হলে সন্দেহভাজন হিসেবে তাকে আদালতে সোপর্দ করে আরও জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান তিনি। মেহেদীকে পুলিশ হেফাজতে হাসপাতালে ভর্তি করা হয়েছে

মেহেদী হাসান বাবুগঞ্জ উপজেলার বাহেরচর এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে এবং বিএম কলেজের সমাজবিজ্ঞান সম্মান চূড়ান্ত বর্ষের ছাত্র ছিল। জাহাঙ্গীর আলম বাবুগঞ্জ থানায় বসে সাংবাদিকদের বলেন, মেহেদীর কোনও জঙ্গি সম্পৃক্ততা ছিল বলে তাদের জানা নেই। ছেলে ফিরে আসায় তারা খুশি। তারা মেহেদী ‘অপহরণকারীদের’ গ্রেফতার ও শাস্তি দাবি করেন।

এদিকে মেহেদী পুলিশের জিজ্ঞাসাবাদে বলছে, সে তার পাশের বাড়ির বন্ধু সুজনের সঙ্গে ঢাকার বনানীতে এক রেস্তোরাঁয় খেতে গেলে সমবয়সী আরও দুইজনের সঙ্গে পরিচয় হয়। এরপরের কোনও কথা তার মনে পড়ছে না। এতদিন তার চেতনা ছিল না। তাই এতদিন কোথায় কীভাবে ছিলেন তা কিছুই বলতে পারছেন না।

এ বিষয়ে বাবুগঞ্জ থানার ওসি আবদুস সালাম আরও বলেন মেহেদি জানিয়েছে, ‘মঙ্গলবার সকাল ৮টার দিকে সে নিজেকে সাভারের নবীনগর এলাকায় আবিষ্কার করে। অজ্ঞাত পরিচয় লোকজন তাকে গাড়িতে সড়কের পাশে অচেতন অবস্থায় ফেলে রেখে যায়। পরে চেতনা ফিরলে সেখান থেকে সে অন্য গাড়িতে উঠে বরিশালের বাবুগঞ্জে নিজের বাড়িতে ফিরে আসে।’

উল্লেখ্য, গত বছরের ১ ডিসেম্বর রাতে বনানীর কাঁচাবাজার এলাকার নর্দান ক্যাফে থেকে খাবার খেয়ে বেরিয়ে যাওয়ার পর একসঙ্গে নিখোঁজ হয় চার তরুণ সাফায়েত, পাভেল, সুজন ও মেহেদী। তাদের মধ্যে সাফায়েত ও পাভেল নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। সুজন কর্মরত ছিল বিজ্ঞাপনী সংস্থা আর নিখোঁজের আগে গত বছরের ২৬ নভেম্বর চাকরির ইন্টারভিউ দিতে বরিশাল থেকে ঢাকায় আসে মেহেদী। তাদের নিখোঁজ হওয়ার বিষয়ে বনানী থানায় দু’টি সাধারণ ডায়েরি করা হয়। পুলিশের ধারণা, তারা জঙ্গিবাদের সঙ্গে জড়িয়েছে।

/এফএস/ 

আরও পড়ুন- 


নিয়োগে সুপারিশ না করায় ছাত্রলীগের ইন্ধনে জাবির হলে তালা!

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রী-এমপি’র আত্মীয়দের নিয়ে আ.লীগ কী ‘ইউটার্ন’ নিচ্ছে!
উপজেলা নির্বাচনমন্ত্রী-এমপি’র আত্মীয়দের নিয়ে আ.লীগ কী ‘ইউটার্ন’ নিচ্ছে!
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
বরগুনায় দুই সাংবাদিকসহ পাঁচ জনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা
বরগুনায় দুই সাংবাদিকসহ পাঁচ জনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা
ভিনিসিয়ুসের জোড়ায় প্রথম লেগে বায়ার্নকে জিততে দেয়নি রিয়াল
চ্যাম্পিয়নস লিগ, সেমিফাইনালভিনিসিয়ুসের জোড়ায় প্রথম লেগে বায়ার্নকে জিততে দেয়নি রিয়াল
সর্বাধিক পঠিত
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
আজকের আবহাওয়া: তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস
আজকের আবহাওয়া: তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস