X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

১০ বছর ধরে বরিশাল স্টেডিয়ামের বিদ্যুৎ বিল বাকি, সংযোগ বিচ্ছিন্ন

বরিশাল প্রতিনিধি
২১ মে ২০১৭, ১৯:০৩আপডেট : ২১ মে ২০১৭, ১৯:০৫

বরিশাল স্টেডিয়াম ১০ বছর ধরে বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামের বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। ২২ লাখ টাকা বিল বকেয়া পড়ায় এক সপ্তাহ আগে ওই স্টেডিয়ামের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এ ছাড়াও স্টেডিয়ামের ভেতরে বরিশাল সিটি করপোরেশনের সড়ক বাতির সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছে।

রবিবার দুপুরে ঘটনার সত্যতা স্বীকার করে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্টিবিউশন কোম্পানির বরিশাল বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী তরিকুল ইসলাম জানান, বরিশাল স্টেডিয়ামে বিদ্যুৎ সংযোগ নেওয়া হয়েছে জেলা ক্রীড়া সংস্থার নামে। ওই সংযোগের অনুকূলে বর্তমানে বিল বকেয়া রয়েছে প্রায় ২২ লাখ টাকা।

নির্বাহী প্রকৌশলী বলেন, বকেয়া পরিশোধের জন্য বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও ১০ বছরেরও বেশি সময় ধরে বিল পরিশোধ করা হয়নি। বকেয়া পরিশোধ না করায় বিদ্যুৎ সরবরাহ বিভাগ এক সপ্তাহ আগে স্টেডিয়ামের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।

এছাড়া বরিশাল সিটি করপোরেশনের কাছেও কয়েক লাখ টাকার বিদ্যুৎ বিল বকেয়া থাকায় স্টেডিয়ামের অভ্যন্তরীণ সড়কপথে বিসিসির লাইটপোস্টের বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছে বলে জানান তিনি।

এ ব্যাপারে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নুরুল আলম নুরু বলেন, ‘কমপক্ষে ১০ বছর ধরে স্টেডিয়ামের বিদ্যুৎ বিল পরিশোধ করা হচ্ছে না। তৎকালীন সময়ে যারা জেলা ক্রীড়া সংস্থার দায়িত্বে ছিলেন তারাই এর জন্য দায়ী।’

ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরও জানান, এক বছর আগে দায়িত্ব গ্রহণের পর তিনি  বকেয়া বিল কিস্তিতে এবং বর্তমান সময়ের বিল নিয়মিত পরিশোধ করার জন্য বিদ্যুৎ বিভাগের স্থানীয় কর্মকর্তাদের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু তারা তাতে রাজি না হয়ে জেলা ক্রীড়া সংস্থার নামে থাকা সংযোগসহ স্টেডিয়ামের ভেতরে সিটি করপোরেশনের সংযোগও বিচ্ছিন্ন করে দিয়েছেন।

আগামী জুন মাসে বকেয়া পরিশোধের জন্য কিছু অর্থ বরাদ্দ পাওয়ার সম্ভাবনা রয়েছে বলেও নুরুল আলম উল্লেখ করেন।

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আইনগত সহায়তা পাওয়া করুণা নয়, অধিকার: আইনমন্ত্রী
আইনগত সহায়তা পাওয়া করুণা নয়, অধিকার: আইনমন্ত্রী
সেনাবাহিনীর তত্ত্বাবধানে সুস্থ আছে জোড়া মাথা আলাদা করা রাবেয়া-রোকেয়া
সেনাবাহিনীর তত্ত্বাবধানে সুস্থ আছে জোড়া মাথা আলাদা করা রাবেয়া-রোকেয়া
পঞ্চম বারের মতো কমলো সোনার দাম
পঞ্চম বারের মতো কমলো সোনার দাম
নেত্রীর জন্য জান দেবেন আর সিদ্ধান্ত মানবেন না, সেটা উচিত না: দীপু মনি
নেত্রীর জন্য জান দেবেন আর সিদ্ধান্ত মানবেন না, সেটা উচিত না: দীপু মনি
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে