X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

বাকিতে সিগারেট না পেয়ে শিশুর মুখে গরম পানি

বরিশাল প্রতিনিধি
২১ জানুয়ারি ২০১৯, ০৯:১৭আপডেট : ২১ জানুয়ারি ২০১৯, ০৯:১৮

 

বরিশাল বরিশাল নগরীর জেলা স্কুল এলাকায় বাকিতে সিগারেট না পেয়ে দোকানি শিশু জুবায়েরের (১২) মুখ গরম পানিতে ঝলসে দিয়েছে বখাটেরা। গুরুতর আহত অবস্থায় জুবায়েরকে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।

জুবায়ের নগরীর বাংলাবাজার এলাকার আর্শেদ আলী গলির আবু ছালেহ জোমাদ্দারর ছেলে এবং ভাটারখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।

এ ঘটনায় রবিবার (২০ জানুয়ারি) কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামীরা হলেন- নগরীর ব্রাউন্ড কম্পাউন্ড এলাকার রিফাত, তাজিন ও জর্ডান রোড এলাকার আদি। এছাড়া অজ্ঞাতনামা আরও ২/৩ জনকে আসামি করা হয়।

জুবায়ারের বাবা আবু ছালেহ জানান, গত শুক্রবার সন্ধ্যায় জুবায়ের জেলা স্কুলের সামনে তার মামার চা-সিগারেটের দোকানে যায়। জুবায়েরকে দোকানে রেখে তার মামা আলমগীর বাইরে যান। এ সময় আসামিরা জুবায়েরের কাছে চা চায়। চা পান শেষে বাকিতে তারা ৫টি সিগারেট দিতে বলে। বাকি দিতে মামার নিষেধ আছে বললে আসামিরা জুবায়েরকে অকথ্য ভাষায় গালাগালি শুরু করে। একপর্যায়ে দোকানের মালামাল ভাঙচুর করে এবং ক্যাশ বাক্স ভেঙে ৭৫০ টাকা নিয়ে যায়।

এতে বাধা দিতে চাইলে চায়ের কেটলিতে থাকা গরম পানি ছুড়ে জোবায়েরের মুখ ঝলসে দেয় বখাটেরা। পরে জুবায়েরের ডাক চিৎকার শুনে পাশের দোকানিরা এগিয়ে এলে বখাটেরা পালিয়ে যায়। স্থানীয়রা জুবায়েরকে উদ্ধার করে মেডিক্যালে ভর্তি করেন।

কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) মো. আসাদুজ্জামান জানান, রবিবার মামলা দায়েরের পরপরই আসামিদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে পাওয়া যায়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা