X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

শ্বশুর-শাশুড়ির চলাচলের পথ আটকে মারধরের অভিযোগ

বরিশাল প্রতিনিধি
২৭ জানুয়ারি ২০২১, ০৮:৪৬আপডেট : ২৭ জানুয়ারি ২০২১, ০৮:৪৬

বরিশালের গৌরনদী উপজেলার বার্থী গ্রামে প্রবাসী ছেলের স্ত্রীর হামলায় শ্বশুর-শাশুড়ি আহত হওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবারের (২৬ জানুয়ারি) এ হামলায় নুর মোহাম্মদ বেপারী (৭০) ও তার স্ত্রী আলেয়া বেগম (৬৫) আহত হন বলে জানা গেছে। আলেয়া গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি।

আহত নূর মোহাম্মদ বলেন, তিন ছেলের মধ্যে মেজো ছেলে মকবুল বেপারী মালয়েশিয়া প্রবাসী। ১০ বছর আগে জমি বিক্রি ও ধার-দেনা করে তাকে বিদেশে পাঠাই। বিদেশে যাওয়ার আগে তাকে বিয়ে করাই। আমার ঘরের পাশে পাকা ভবন করে সেখানে মকবুলের স্ত্রী তাদের দুই ছেলেমেয়ে নিয়ে থাকে। আর আমরা থাকি ঝুপড়ি ঘরে।

ভিটেবাড়ির ২০ শতাংশ জমি চাইলে মকবুলকে ১০ শতাংশ লিখে দেই। এরপর থেকে তার স্ত্রী লাকীর আচরণে পরিবর্তন আসে। মকবুল মালয়েশিয়া চলে গেলে লাকি আমাদের ওপর মানসিক নির্যাতন শুরু করে। হুমকি-ধামকি দিয়ে ঘর থেকে বের করে দেওয়ার চেষ্টা চালায়। কোনোভাবে আমাদের নামাতে না পেরে সম্প্রতি বাঁশের বেড়া দিয়ে আমাদের যাতায়াতের পথ বন্ধ করে দেয়। এতে করে আমরা ঘরে অবরুদ্ধ হয়ে পড়ি। রবিবার লাকীর কাছে এমন আচরণের কারণ জানতে চাইলে বাগবিতণ্ডার ঘটনা ঘটে। পরে লাকি তার বাবা-মা ও স্বজনদের খবর দিয়ে বাড়িতে নিয়ে আসে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে লাকি ও তার স্বজনরা আমাকে ও আমার স্ত্রীকে ঘর ছাড়তে বলে। আমরা রাজি না হওয়ায় আমাদের ওপর হামলা চালানো হয়।

স্থানীয়রা জানান, আহত অবস্থায় স্বামী ও স্ত্রীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে নুর মোহাম্মদকে ছেড়ে দেওয়া হলেও তার স্ত্রী আলেয়া বেগম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে গৌরনদী মডেল থানার ওসি আফজাল হোসেন বলেন, বিষয়টি আমরা জেনেছি। লিখিত অভিযোগ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।



/টিটি/  
সম্পর্কিত
সর্বশেষ খবর
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস