X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

শিক্ষক পদ না ছেড়েও তিনবার ভাইস চেয়ারম্যান!

বরিশাল প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০২২, ১০:৩৭আপডেট : ০৭ জানুয়ারি ২০২২, ১০:৫৩

সরকারি বিধি নিষেধ তোয়াক্কা না করে গত এক যুগ ধরে দুটি প্রতিষ্ঠান থেকে সরকারি ভাতা উত্তোলন করে আসছেন বরিশাল সদর উপজেলার ভাইস চেয়ারম্যান রেহানা বেগম। বর্তমানে তিনি তৃতীয়বারের মতো দায়িত্ব পালন করছেন।

রেহানা বেগম বরিশাল সদর উপজেলার কাগাশুরা মাধ্যমিক বিদ্যালয়ের আইসিটি বিভাগের সহকারী শিক্ষক পদে কর্মরত। ওই পদে থাকলেও কোনও ক্লাস না নিয়ে সরকারি বেতন-ভাতা উত্তোলন করেছেন তিনি। এ নিয়ে বিভিন্ন সময় গণমাধ্যমে খবর প্রকাশিত হলেও বহাল তবিয়তে ছিলেন রেহানা বেগম। তবে এবার দুর্নীতি দমন কমিশন রেহানার বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়েরে কেন্দ্রীয় দফতরে সুপারিশ পাঠিয়েছে বলে জানা গেছে।

 সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, রেহানা বেগম উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে ২০০৮ সালের ১৭ নভেম্বর কাগাশুরা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদ থেকে এক বছরের জন্য ছুটি নেন। ২০০৯ সালের নির্বাচনে ভাইস চেয়ানম্যান নির্বাচিত হন। এরপর ২০০৮ সালের ২০ নভেম্বর থেকে ২০১১ সালের ২৭ জুলাই পর্যন্ত দুই বছর বিনা বেতনে ছুটি মঞ্জুর করানোর পরও ওই দুই বছর বিদ্যালয় থেকে দুই লাখ ১৪ হাজার ৫৯৬ টাকা বেতন-ভাতা উত্তোলন করেন।

ভাইস চেয়ারম্যান থাকা অবস্থায় ২০১১ সালের ২৮ জুলাই বিদ্যালয়ে যোগদান করে আসা-যাওয়ার মধ্যে ছিলেন। ২০১৪ ও ২০১৮ সালের উপজেলা নির্বাচনেও ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হন। একই সঙ্গে রেহানা বিদ্যালয়ের বেতন-ভাতা থেকে শুরু করে উপজেলা পরিষদের সম্মানি ভোগ করে আসছেন।

তবে জনস্বার্থে এক ব্যক্তি বিষয়টি লিখিতভাবে বরিশাল দুদক কার্যালয়কে অবহিত করেন। এরপর দুদক অভিযোগ গ্রহণ করে কেন্দ্রীয় দফতরে পাঠায়। সেখান থেকে তদন্ত করে দেখার বিষয়টি মঞ্জুর হয়। এরপর তদন্তে নামেন বরিশাল দুদক এর কর্মকর্তারা। দুদক তদন্তে জানতে পারে ভাইস চেয়ারম্যান রেহানা বেগম বিদ্যালয় থেকে বেতন-ভাতা বাবদ ১৯ লাখ ৬৭ হাজার ১৭৩ টাকা এবং ২০১১-২০১৯ সাল পর্যন্ত উপজেলা পরিষদের তহবিল থেকে সম্মানি হিসাবে ১৯ লাখ ২০ হাজার ৪৬৮ টাকা উত্তোলন করেছেন।

সম্প্রতি বরিশাল দুদকের উপ-সহকারী পরিচালক আব্দুল লতিফ হাওলাদার বরিশাল সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রেহানার বিরুদ্ধে ওই তদন্ত প্রতিবেদন প্রধান কার্যালয়ে পাঠান। শিক্ষক ও উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে দুটি সরকারি প্রতিষ্ঠান থেকে অনৈতিকভাবে বেতন-ভাতা ভোগ করায় তার বিরুদ্ধে দুটি মামলার সুপারিশ করা হয়।

এ বিষয়ে বরিশাল সদর উপজেলা কার্যালয়ে যোগদানকারী ইউএনও মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, আমার জানা মতে গত এক বছর ধরে উপজেলা থেকে বেতন-ভাতা উত্তোলন করছেন না উপজেলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম। বরিশাল সদর উপজেলার আগের ইউএনও মুনিবুর রহমান এ বিষয়ে রেহানা বেগমকে কারণ দর্শানোর নোটিশ দেন। কিন্তু রেহানা বেগম কারণ দর্শানোর কোনও জবাব দেননি।

ইউএনও মনিরুজ্জামান আরও বলেন, সর্বশেষ গত ২৯ ডিসেম্বর উপজেলা সমন্বয় কমিটির সভায় আমিও সম্মানি না নেওয়ার কারণ জানতে চাই। ভাইস চেয়ারম্যান রেহানা বেগম সম্মানি নেবেন না বলে জানান। এর পরিপ্রেক্ষিতে তাকে এক মাসের সময় দিয়ে আবারও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

এসব বিষয়ে জানতে উপজেলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগমের ব্যবহৃত মোবাইলফোনে কল দেওয়া হলে তিনি রিসিভ করেন। কিন্তু দুই প্রতিষ্ঠান থেকে বেতন-ভাতা উত্তোলনে দুদকের মামলার সুপারিশের বিষয়ে প্রশ্ন করা হলে ব্যস্ততার অজুহাত দেখিয়ে তিনি কল কেটে দেন। 

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা