X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

সুরভী-৯ লঞ্চের যাত্রা বাতিল, থানায় জিডি

বরিশাল প্রতিনিধি
০৯ জানুয়ারি ২০২২, ২২:২১আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ২২:২৭

যাত্রী ও পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় সুরভী-৯ লঞ্চের যাত্রা বাতিল করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এ ঘটনায় বরিশালের কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। এছাড়া নৌ-বন্দর কর্মকর্তা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

রবিবার (৯ জানুয়ারি) বিকালে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: আতঙ্কিত যাত্রীদের নিয়ে বরিশাল পৌঁছেছে সুরভী-৯ লঞ্চ

মোস্তাফিজুর রহমান বলেন, রবিবার সকালে সুরভী-৯ লঞ্চ বন্দরে নোঙর করার পরপরই যাত্রীদের ওপর হামলা চালায় স্টাফরা। হামলার নেতৃত্ব দেন লঞ্চের ম্যানেজার মিজানুর রহমান। হামলা চলাকালে দুই জন ক্যামেরাপারসন ছবি তুললে তাদের ওপরও হামলা চালানো হয়। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দোষীদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণে লঞ্চ ম্যানেজারসহ অন্যান্য স্টাফের বিরুদ্ধে জিডি করেছেন। একইসঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সুরভী-৯ লঞ্চের যাত্রা বাতিল করা হয়েছে।

এদিকে পেশাগত দায়িত্ব পালনকালে হামলার ঘটনায় সুরভী-৯ লঞ্চের ম্যানেজারসহ অন্যান্য স্টাফের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন চ্যানেল টোয়েন্টিফোরের চিত্র সাংবাদিক রুহুল আমীন ও ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের চিত্র সাংবাদিক মৃদুল ইসলাম দেওয়ান মোহন।

আরও পড়ুন: সুরভী লঞ্চে আগুন আতঙ্ক, নামিয়ে দেওয়া হলো যাত্রীদের 

প্রসঙ্গত, শনিবার রাত ১১টার দিকে লঞ্চ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়লে এক যাত্রী ৯৯৯ নম্বরে কল করেন। সেখান থেকে কোস্টগার্ড ও নৌ পুলিশকে অবহিত করা হয়। এরপর মোহনপুর এলাকায় লঞ্চের গতিরোধ করে সেখান থেকে চাঁদপুর ঘাটে নিয়ে আসা হয়। লঞ্চের ইঞ্জিনে কোনও ধরনের সমস্যা না থাকায় লঞ্চটি যাত্রী নিয়ে রবিবার সকাল সাড়ে ১০টায় বরিশাল বন্দরে আসার পর যাত্রীদের ওপর হামলা চালায় স্টাফরা।

/এসএইচ/
সম্পর্কিত
সদরঘাটে এক লঞ্চকে অর্থদণ্ড, ৫টির রশি জব্দ
সদরঘাটে পাঁচ যাত্রীর মৃত্যু: ৫ জন রিমান্ডে
সদরঘাটে নিহত ৫দুটি লঞ্চের রুট পারমিট স্থগিত, আটক ৫
সর্বশেষ খবর
টানেলে অপারেশনাল কাজে গেলে টোল দিতে হবে না জরুরি যানবাহনকে
টানেলে অপারেশনাল কাজে গেলে টোল দিতে হবে না জরুরি যানবাহনকে
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি, সবাইকে সতর্ক থাকার আহ্বান
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি, সবাইকে সতর্ক থাকার আহ্বান
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
তিন লাল কার্ডের ম্যাচে মোহামেডানের খেলতে অস্বীকৃতি, আবাহনীকে জয়ী ঘোষণা
তিন লাল কার্ডের ম্যাচে মোহামেডানের খেলতে অস্বীকৃতি, আবাহনীকে জয়ী ঘোষণা
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী