X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

রিকশাচালককে হত্যায় বিজিবি সদস্যের মৃত্যুদণ্ড 

বরিশাল প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০২২, ০০:০৯আপডেট : ১৮ জানুয়ারি ২০২২, ০০:২৬

বরিশালের বানারীপাড়া উপজেলায় রিকশাচালক জামাল হত্যা মামলায় বিজিবি সদস্যের মৃত্যুদণ্ড এবং সহযোগীর যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (১৭ জানুয়ারি) বিকালে আসামিদের উপস্থিতিতে বরিশাল জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক ওই নির্দেশ দেন।

বিজিবি সদস্য শোয়েব হাওলাদার সবুজকে মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়। শোয়েব বানারীপাড়া উপজেলার মাদারকাঠি গ্রামের আদম আলী হাওলাদারের ছেলে। তিনি চুয়াডাঙ্গা সদর দফতরে কর্মরত ছিলেন। 

অপর আসামী আলী আজিমকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আজিম বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর এলাকার সোবাহান সরদারের ছেলে।

ট্রাইবুনালের বেঞ্চ সহকারী জাহিদুল ইসলাম বলেন, ২০১৫ সালের ১৫ জুন রাতে নিহত জামাল নিখোঁজ হয়। ১৭ জুন জামালের লাশ খাল ভাসতে দেখেন স্থানীয়রা। লাশের গলায়, বুকে, পেটে আঘাতের চিহ্ন ছিল। পরবর্তীতে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। এ ঘটনায় মামলা করেন জামালের ভাই আবুল কালাম খান। তিনি জানতে পারেন তার ভাই মৃত্যুর ১৫ দিন আগে পাশের বাড়ির প্রবাসীর স্ত্রীকে শোয়েবের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে। এ নিয়ে শোয়েবের সঙ্গে জামালের বাগবিতণ্ডা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে জামালকে হত্যা পর শোয়েব তার পরিবারসহ গ্রামের বাড়ি থেকে পালিয়ে যায়।

এ ঘটনায় মামলা দায়ের হলে শোয়েবকে তার কর্মস্থল থেকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে শোয়েব ১৬৪ ধারা জবানবন্দিতে আলী আজিমের সহযোগিতায় হত্যাকাণ্ড সংঘটিত করার বিষয়টি স্বীকার করেন। এ ঘটনায় বাদী ৮ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

২০১৬ সালের ১২ মার্চ মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহাবুদ্দিন চৌধুরী আট জনকে অভিযুক্ত করে চার্জশিট জমা দেন। ২৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষে ট্রাইব্যুনালের বিচারক শোয়েবকে মৃত্যুদণ্ড ও আজিমকে যাবজ্জীবন কারাদণ্ড এবং এজাহারভুক্ত ছয় আসামিকে বেকসুর খালাস দেন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা