X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বাসচাপায় প্রাণ গেলো দুই স্কুলছাত্রের

বরিশাল প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০২২, ১৭:৫৭আপডেট : ২৬ জানুয়ারি ২০২২, ১৭:৫৭

বরিশালের গৌরনদী উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী দুই স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও এক ছাত্র। তাকে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলার বার্থী বাজার সংলগ্ন বরিশাল-ঢাকা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো—বার্থী এলাকার মালেক ব্যাপারীর ছেলে অন্তর ব্যাপারী (১৬) এবং তারাকুপি এলাকার জালাল ফকিরের ছেলে রেদওয়ান ফকির (১৬)। তারা দশম শ্রেণির ছাত্র। আহত কাইয়ুম ঘরামি (১৭) পার্শ্ববর্তী গাইনের পাড় এলাকার সেলিম ঘরামির ছেলে। সে নিহতদের সহপাঠী। 

শান্ত জানিয়েছে, করোনাভাইরাসের টিকা নিতে স্কুল থেকে তিন জন গৌরনদী এবি সিদ্দিক ডায়াগনস্টিক সেন্টারে যাচ্ছিল। পথিমধ্যে এই দুর্ঘটনা ঘটে।

গৌরনদী হাইওয়ে থানার সার্জেন্ট মাহাবুর রহমান জানান, সকালে বরগুনার পাথরঘাটা থেকে যাত্রী নিয়ে বলেশ্বর পরিবহনের বাস চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। সাড়ে ১০টায় বার্থী বাজার সংলগ্ন এলাকা অতিক্রমকালে বরিশাল-ঢাকা মহাসড়কে বাসটি তাদের মোটরসাইকেল চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং তিন শিক্ষার্থীই গুরুতর আহত হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে গৌরনদী ও পরে শের-ই-বাংলা মেডিক্যালে ভর্তি করেন। দুপুর ১২টার দিকে অন্তর মারা যায়। অপর দুই জন হাসপাতালে চিকিৎসাধীন ছিল। আশঙ্কাজনক অবস্থায় রেদোয়ানকে ঢাকায় নেওয়ার পথে ৪টার দিকে অ্যাম্বুলেন্সে মারা যায়।

মাহাবুর রহমান জানান, দুঘর্টনার পর বিক্ষুব্ধ জনতা বলেশ্বর পরিবহনটি ভাঙচুর করে মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় সড়কের দুই পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে। প্রায় এক ঘণ্টা পর গৌরনদী হাইওয়ে থানা পুলিশের হস্তক্ষেপে বিক্ষুব্ধরা অবরোধ তুলে নেয়। পরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

/এসএইচ/
সম্পর্কিত
ভারতের একটি হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৬
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
আত্মীয়ের জানাজা শেষে ফেরার পথে প্রাণ গেলো মা-ছেলের
সর্বশেষ খবর
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
পার্বত্য অঞ্চলে অদৃশ্য শক্তি বলে কোনও কথা নেই: পার্বত্য প্রতিমন্ত্রী
পার্বত্য অঞ্চলে অদৃশ্য শক্তি বলে কোনও কথা নেই: পার্বত্য প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা