X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

১৯ শ্রমিককে বেঁধে ৬ টন রড নিয়ে গেছে ডাকাতরা

বরিশাল প্রতিনিধি
০৬ এপ্রিল ২০২২, ১৭:৩৩আপডেট : ০৬ এপ্রিল ২০২২, ১৭:৩৩

বরিশালের আগৈলঝাড়া উপজেলার ফুল্লশ্রী এলাকায় ফিলিং স্টেশনের সামনে ১৯ শ্রমিককে অস্ত্রের মুখে জিম্মি করে নির্মাণাধীন ভবনের ছয় টন রড নিয়ে গেছে ডাকাতরা। 

মঙ্গলবার রাত দেড়টার দিকে আগৈলঝাড়া-গোপালগঞ্জ আঞ্চলিক সড়কের ফুল্লশ্রী ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে বুধবার (৬ এপ্রিল) সকাল ও বিকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার ও সার্কেল এসপি।

প্রত্যক্ষদর্শী নৈশপ্রহরী কচি মালাকার বলেন, ‘মঙ্গলবার রাত দেড়টার দিকে ডাকাতরা সাইডের ম্যানেজার হৃদয় বিশ্বাসকে ডেকে অস্ত্রের মুখে হাত-পা ও মুখ বেঁধে ফেলে। পরে ঘুমিয়ে থাকা ১৭ শ্রমিক ও আমাকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে ১৪-১৫ জনের ডাকাত দল। এরপর ভবন নির্মাণের জন্য রাখা রড ট্রাকে তুলতে শুরু করে। সেই সঙ্গে শ্রমিকদেরও ট্রাকে রড তুলে দিতে বাধ্য করে ডাকাতরা। ডাকাতির সময় বাথরুমে যাওয়ার কথা বলে শ্রমিক রেজাউল করিম কৌশলে পালিয়ে গিয়ে আশপাশের লোকজনকে খবর দেন।’

শ্রমিকরা জানিয়েছেন, ফুল্লশ্রী ফকির বাড়ি মসজিদের মাইক থেকে রাত সাড়ে ৩টার দিকে ডাকাতির কথা জানিয়ে মাইকিং করে স্থানীয়দের এগিয়ে আসতে বলেন সোহাগ ফকির। স্থানীয়রা জড়ো হওয়ার আগেই ডাকাতরা সাড়ে ৬ টন রড নিয়ে পালিয়ে যায়। ট্রাকের নম্বর পুলিশকে জানিয়েছেন শ্রমিকরা।

ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স কোহিনুর এন্টারপ্রাইজের ম্যানেজার অনুপ রতন হালদার বলেন, ‘১৮ কোটি টাকা ব্যয়ে পাঁচতলা বিশিষ্ট ‘টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ’ নির্মাণের কাজ দুই মাস আগে থেকে শুরু করেছি। কাজের জন্য শ্রমিকরা এক ঘরে রাতে থাকতেন। ওই ঘরের পাশেই নির্মাণসামগ্রী স্তূপ করে রাখা ছিল। মঙ্গলবার রাতে অস্ত্রের মুখে আমাদের জিম্মি করে সাড়ে ৬ টন রড নিয়ে গেছে ডাকাতরা।’

আগৈলঝাড়া থানার ওসি গোলাম ছরোয়ার বলেন, ‘খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যান থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম। সকালে ঘটনাস্থল পরিদর্শন ও শ্রমিকদের সঙ্গে কথা বলেছেন গৌরনদী সার্কেলের এএসপি এস এম আল বেরুনী। বিকালে অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান হাওলাদার ঘটনাস্থল পরিদর্শন করেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি আমরা। ঘটনায় জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করা হবে।

/এএম/
সম্পর্কিত
ভুয়া অবিবাহিত সনদের মেয়াদ বাড়াতে গিয়ে ধরা পড়লেন এক ব্যক্তি
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
কানাডার ইতিহাসে বৃহত্তম স্বর্ণ ডাকাতির ঘটনায় গ্রেফতার ৬
সর্বশেষ খবর
ড্রিমলাইনারের কারিগরি বিষয়ে বোয়িংয়ের সঙ্গে কথা বলতে বিমানকে মন্ত্রীর নির্দেশ
ড্রিমলাইনারের কারিগরি বিষয়ে বোয়িংয়ের সঙ্গে কথা বলতে বিমানকে মন্ত্রীর নির্দেশ
চাঁদপুরে লঞ্চে আগুন, হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত ১০
চাঁদপুরে লঞ্চে আগুন, হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত ১০
ঈদযাত্রার সময় দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত: জরিপ
ঈদযাত্রার সময় দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত: জরিপ
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া