X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

সড়কে প্রাণ গেলো তিনবারের ইউপি সদস্যের

পটুয়াখালী প্রতিনিধি
১৪ জুন ২০২২, ১৬:২১আপডেট : ১৪ জুন ২০২২, ১৬:২১

পটুয়াখালীতে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় হানিফ গাজী (৫০) নামে এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ জুন) সকাল ১০টায় সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের বরিশাল-কুয়াকাটা মহাসড়কের বশাক বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

হানিফ গাজী গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তিনবারের নির্বাচিত সদস্য। তিনি একই এলাকার মৃত রত্তন গাজীর ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন তার ভাগনে শামিম আহমেদ (৩০)। তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে সদর উপজেলার কালিকাপুর ইউনিয়ন চেয়ারম্যান তানভির আহমেদ জানান, সোয়া ১০টার দিকে মোটরসাইকেলে বসাক বাজার এলাকা অতিক্রম করছিলেন হানিফ ও শামিম। এ সময় এক শিশু রাস্তা পার হচ্ছিল। তাকে রক্ষা করতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছে ধাক্কা দেন হানিফ। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আমখোলা ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান মনির জানান, পটুয়াখালী শহরের কলাতলা বাজার এলাকায় বসবাস করতেন হানিফ গাজী। সেখান থেকে আমখোলা ইউনিয়ন পরিষদে এসে কাজ করতেন।সকালে মোটরসাইকেলে পটুয়াখালী থেকে আমখোলা বাজারে এসেছিলেন। ৯টার দিকে সেখান থেকে পটুয়াখালীর উদ্দেশ্যে রওনা দেন। বেলা ১১টায় খবর আসে, তিনি দুর্ঘটনায় মারা গেছেন।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জমান জানান, হেলমেট না থাকায় প্রচন্ড আঘাতে হানিফ গাজীর মৃত্যু হয়েছে। লাশ হাসপাতাল মর্গে রাখা আছে। পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত না করার জন্য আবেদন করেছে।

/এসএইচ/
সম্পর্কিত
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
সড়ক আইনে শাস্তি ও জরিমানা কমানোয় টিআইবির উদ্বেগ
সর্বশেষ খবর
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
ইউএনআরডব্লিউএ-তে ফের অর্থায়নের পরিকল্পনা জাপানের
ইউএনআরডব্লিউএ-তে ফের অর্থায়নের পরিকল্পনা জাপানের
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’