X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বাবার দাবি পিটিয়ে হত্যা, শাশুড়ি বলছেন ‘আত্মহত্যা’

বরিশাল প্রতিনিধি
২০ জুন ২০২২, ০১:৫৬আপডেট : ২০ জুন ২০২২, ০১:৫৬

বরিশালের গৌরনদী পৌরসভার বড় কসবা এলাকায় স্বর্ণা আক্তার (২০) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ করেছেন তার বাবা। তবে স্বর্ণার শাশুড়ির দাবি, গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন স্বর্ণা।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, ‘রবিবার (১৯ জুন) দুপুরে লাশ উদ্ধার করে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

স্বর্ণা বরিশালের টরকী বন্দরের গার্মেন্টস ব্যবসায়ী মাসুম খানের স্ত্রী এবং একই এলাকার শিপন সরদারের মেয়ে।

শিপন সরদার বলেন, ‘দুই বছর আগে জালাল খানের ছেলে মাসুম খানের সঙ্গে আমার মেয়ে স্বর্ণার বিয়ে হয়। এর কয়েক মাস পর থেকেই মাসুম ও তার পরিবারের সদস্যরা যৌতুক দাবি করে আসছিল। এ নিয়ে বিভিন্ন সময় স্বর্ণার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতো। সর্বশেষ রবিবার সকালে টাকার জন্য তার সঙ্গে বাগবিতণ্ডায় জড়ায় মাসুম। একপর্যায়ে পিটিয়ে গুরুতর আহত করে। অজ্ঞান হয়ে গেলে উপজেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক স্বর্ণাকে মৃত ঘোষণা করেন। পরে লাশ হাসপাতালে রেখে পালিয়ে যায় মাসুম ও তার পরিবারের সদস্যরা।’

তিনি আরও বলেন, ‘স্বর্ণার পিঠে, হাতে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে মারধর করে হত্যার পর ঝুলিয়ে রেখে আত্মহত্যার প্রচারণা চালানো হয়।’

শাশুড়ি রুনু বেগম বলেন, ‘বিয়ের পর স্বর্ণা বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে। এ নিয়ে মাসুমের সঙ্গে বিরোধ দেখা দেয়। শনিবার রাতে মাসুম তার কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এর জেরে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।’

ওসি আফজাল হোসেন বলেন, ‘ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃতুর আসল কারণ জানা যাবে।’

/আরকে/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রী-এমপিদের প্রভাব নিয়ে উদ্বেগ ডিসি ও এসপিদের
উপজেলা নির্বাচনমন্ত্রী-এমপিদের প্রভাব নিয়ে উদ্বেগ ডিসি ও এসপিদের
জিম্মিদের মুক্তির জন্য হামাসকে ১৮ দেশের আহ্বান
জিম্মিদের মুক্তির জন্য হামাসকে ১৮ দেশের আহ্বান
অডিও ফাঁস, নারীর কাছে ডিবি পুলিশ সদস্যের ‘হেরোইন বিক্রি’
অডিও ফাঁস, নারীর কাছে ডিবি পুলিশ সদস্যের ‘হেরোইন বিক্রি’
উপজেলা নির্বাচনে নেই বেশিরভাগ রাজনৈতিক দল
উপজেলা নির্বাচনে নেই বেশিরভাগ রাজনৈতিক দল
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা