X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ডায়াগনস্টিক সেন্টারের গেটে সন্তান প্রসব, আজীবন পরীক্ষা-নিরীক্ষা ফ্রি

বরিশাল প্রতিনিধি
২২ আগস্ট ২০২২, ০৫:০৭আপডেট : ২২ আগস্ট ২০২২, ০৮:৩৯

বরিশাল নগরীর হাসপাতাল রোডের একটি ডায়াগনস্টিক সেন্টারের গেটে সন্তান প্রসব করেছেন এক বাকপ্রতিবন্ধী মা। বর্তমানে জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন মা ও নবজাতক সুস্থ রয়েছেন। এ ঘটনায় মা ও শিশুকে আজীবনের জন্য সকল ধরনের পরীক্ষা-নিরীক্ষা ফ্রি করে দেওয়ার ঘোষণা দিয়েছে ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ।

বাকপ্রতিবন্ধী ময়না বেগম নগরীর শ্রীপুর কলোনির বাসিন্দা এবং তার আরও দুইটি কন্যা সন্তান রয়েছে। ময়নার স্বামী নূরে আলম পেশায় একজন রাজমিস্ত্রি।

নবজাতকের স্বজন হেমায়েত উদ্দিন জানান, রবিবার বিকালে সন্তান সম্ভাব্য মা ময়না বেগমকে আল্ট্রাসনোগ্রাম করার জন্য ওই ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানকার প্রধান গেট থেকে প্রবেশের পরপরই ব্যথা শুরু হলে ফ্লোরে পড়ে যান তিনি। এ সময় সেখানে থাকা সবাইকে সরিয়ে দেন ডায়াগনস্টিক সেন্টারের স্টাফরা। এরপর জেনারেল হাসপাতালে সংবাদ দেওয়া হলে সেখান থেকে নার্স এসে ময়নার সন্তান প্রসব করান। স্বাভাবিকভাবে সন্তান প্রসবের পর মা ও সন্তানকে ভর্তি করা হয় হাসপাতালের ওয়ার্ডে।

নবজাতকের খালা সোনিয়া আক্তার বলেন, চিকিৎসকের দেওয়া তারিখ অনুযায়ী তার বোনের সন্তান প্রসবের সময় ছিল আগামী মাসে। তবে কিছুদিন অসুস্থ থাকায় তাকে নগরীর আমানতগঞ্জ রেডক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। বিকালে বোনের অবস্থা খারাপ হলে ওই হাসপাতাল থেকে তাকে আল্ট্রাসনোগ্রাম করার জন্য বলা হয়। তারা আরও জানিয়ে দেয়, সিজার ছাড়া কোনোভাবেই সন্তান হওয়া সম্ভব নয়। এরপর ব্যাটারিচালিত অটোরিকশাযোগে তার বোনকে নিয়ে আসেন জেনারেল হাসপাতালের সামনের একটি ডায়াগনস্টিক সেন্টারে। সেখানকার গেটে যাওয়ার সঙ্গে সঙ্গে তার বোন ফ্লোরে পড়ে যান। এ সময় সেখানে পরীক্ষা-নিরীক্ষা করানো জন্য অনেক লোক ছিল। ডায়াগনস্টিক সেন্টারের স্টাফরা তাদের সরিয়ে দিয়ে জেনারেল হাসপাতাল থেকে নার্স ডেকে আনেন। সেখানে স্বাভাবিক নিয়মে তার বোন একটি পুত্র সন্তান জন্ম দেন।

ডায়াগনস্টিক সেন্টারের মালিক প্রদীপ কুমার পাল বলেন, ওই রোগী আল্ট্রাসনোগ্রাম করাতে এসেছিলেন। ওই নারীর চিকিৎসার জন্য ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে নগদ অর্থ এবং মা ও শিশুকে সারাজীবন ফ্রি পরীক্ষা-নিরীক্ষা করার বিষয়টি তার স্বজনদের জানিয়ে দেওয়া হয়।

জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স দুলাল সমাদ্দার বলেন, ওই ডায়াগনস্টিক সেন্টারটি জেনারেল হাসপাতালের সামনে। এ কারণে খবর দেওয়ার সঙ্গে সঙ্গে সেখানে নার্স পাঠিয়ে সকল ধরনের চিকিৎসা দেয়া হয়। বর্তমানে হাসপাতালে মা ও শিশু সুস্থ রয়েছেন।

/জেজে/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গোপনে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র
গোপনে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ ২৯ এপ্রিল
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ ২৯ এপ্রিল
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ক্যাসিনো কাণ্ডের ৫ বছর পর আলো দেখছে ইয়ংমেন্স ও ওয়ান্ডারার্স
ক্যাসিনো কাণ্ডের ৫ বছর পর আলো দেখছে ইয়ংমেন্স ও ওয়ান্ডারার্স
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি