X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

এক ট্রলারে ধরা পড়লো ৩৫ মণ ইলিশ, ১০ লাখ টাকায় বিক্রি

পটুয়াখালী প্রতিনিধি
০৭ সেপ্টেম্বর ২০২২, ২১:০১আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২২, ২১:০১

গভীর সমুদ্রে সাত দিনে ৩৫ মণ ইলিশ ধরেছেন মাছ ধরার একটি একটি ট্রলারের জেলেরা। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের খাজুরা গ্রামের শাখাওয়াত হোসেনের মালিকানাধীন ট্রলার ‘এফবি মায়ের দোয়ায়’ ইলিশগুলো ধরা পড়ে। বুধবার (৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কলাপাড়া উপজেলার আলীপুর মৎস্য বন্দরে ফিরে মাছগুলো ১০ লাখ টাকায় বিক্রি করেন জেলেরা।

জানা গেছে, গত কয়েকদিন ধরে কাঙ্ক্ষিত ইলিশের দেখা না পেয়ে হতাশ হয়ে পড়েছিলেন পটুয়াখালীর জেলেরা। অনেকে মাছ ধরতেও নামছেন না। তবে হঠাৎ এক ট্রলারে একসঙ্গে ৩৫ মণ ইলিশ ধরা পড়ায় নতুন করে আশার আলো দেখছেন জেলেরা। 

জেলেরা জানান, প্রতিদিন ইলিশের আশায় সমুদ্রে জাল ফেলছেন। ভরা মৌসুমেও ইলিশ না পেয়ে খালি হাতে ফিরতে হয়েছে তাদের। ট্রলারের খরচ না ওঠায় অনেকে সমুদ্রে জাল ফেলা বন্ধ করে দিয়েছেন।

ট্রলার মালিক শাখাওয়াত হোসেন বলেন, ‘সাত দিন আগে ১৮ জেলে নিয়ে মাছ ধরতে গভীর সমুদ্রে যায় ট্রলারটি। বুধবার ৩৫ মণ ইলিশ নিয়ে ঘাটে ফিরে এসেছে। এর মধ্যে বড় সাইজের ইলিশ তিন মণ, মাঝারি সাইজের পাঁচ মণ, ছোট সাইজের ইলিশ পেয়েছে ২৭ মণ। এ ছাড়াও বিভিন্ন প্রজাতির কিছু ছোট মাছ পেয়েছে। মাছগুলো আলীপুর মৎস্য বন্দরের ঘাটে ১০ লাখ টাকায় বিক্রি করেছি। সমুদ্রে বড় সাইজের ইলিশের তেমন দেখা মিলছে না।’

ট্রলারের মাঝি এমাদুল মিয়া বলেন, ‘৩৫ মণ মাছ বড় বা মাঝারি সাইজের হলে অন্তত ২০ লাখ টাকা বিক্রি করতে পারতাম। মাছের সাইজ ছোট থাকায় ১০ লাখ টাকায় বিক্রি হয়েছে। তারপরও বেশি মাছ ধরা পড়ায় ট্রলারের জেলেরাও সবাই খুশি।’

কলাপাড়া উপজেলার জেলে বাবুল হাওলাদার বলেন, ‘এর আগে সমুদ্রে গিয়ে তেমন ইলিশ মাছ পাইনি। এতে নাও-জাল (জেলে নৌকা) নিয়ে সমুদ্রে যাওয়া হয়নি। শুনছি, মাছ পড়তে শুরু করেছে। এতে নতুন করে প্রস্তুতি নেবো।’

আলীপুর মৎস্য বন্দরের ব্যবসায়ী আবুল হোসেন বলেন, ‘অধিকাংশ ট্রলারের জেলেরা কাঙ্ক্ষিত ইলিশ পাচ্ছেন না। এতে পেশা পরিবর্তন করছেন অনেকে। আগামীকাল থেকে আবহাওয়া আবার বৈরী হওয়ার আশঙ্কা রয়েছে। যার কারণে সমুদ্র থেকে ট্রলারগুলো ঘাটে ফিরতে শুরু করেছে।’

গলাচিপা উপজেলার গোলখালী এলাকার জেলে রফিক মিয়া বলেন, ‘সমুদ্রে মাছ ধরতে গিয়ে কয়েকবার খালি হাতে ফিরতে হয়েছে। এতে এখন দিনমজুর হিসেবে কৃষি কাজ করছি। তেলের দাম বেশি। তাছাড়া সমুদ্রে আগের মতো ইলিশ পাওয়া যাচ্ছে না। যে ইলিশ পাইতাম তা বিক্রি করে আমাদের খরচ টাকা উঠছে না। এতে আমার মতো অনেকে মাছ ধরা বন্ধ করে দিয়েছে।’

/এফআর/
সম্পর্কিত
কাপ্তাই হ্রদে তিন মাস মাছ শিকার বন্ধ
সুন্দরবনের দুবলার চরকমেছে শুঁটকি উৎপাদন, কষ্টের কথা জানালেন জেলেরা
ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ, জেলেপল্লীতে ঈদের আমেজ
সর্বশেষ খবর
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী