X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০
জেলা পরিষদ নির্বাচন

বরিশালে চেয়ারম্যানসহ ৬ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

বরিশাল প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০২২, ১২:২০আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২২, ১২:২৪

বরিশাল জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর হোসেন এবং সদস্য পদে তিন জন ও সংরক্ষিত সদস্য পদে দুই জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

সোমবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় বরিশাল সার্কিট হাউসের সভা কক্ষে প্রতীক বরাদ্দ অনুষ্ঠান এ ঘোষণা দেন রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা নুরুল আলম এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মান্নান।

চেয়ারম্যান পদে সাংবাদিক আসাদুজ্জামান আসাদ মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় নৌকার প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়। একইভাবে সাধারণ সদস্যের তিনটি পদে (৮, ৯ ও ১০নং ওয়ার্ড) এবং সংরক্ষিত সদস্যের দুইটি পদে (১ ও ৪নং ওয়ার্ড) প্রার্থী না থাকায় তাদেরও বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।

এর পরপরই সাধারণ সদস্যের সাতটি পদের বিপরীতে থাকা ২৪ প্রার্থী এবং দুইটি পদের বিপরীতে থাকা ৯ প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। চারটি ওয়ার্ডের সাতটি কেন্দ্রে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মোট ভোটার ১ হাজার ২৮৭ জন। 

 বনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর হোসেন জেলা পরিষদকে দুর্নীতি মুক্ত করে ‍এর সেবা মানুষের দোরগোঁড়ায় পৌঁছে দেবেন বলে অঙ্গিকার ব্যক্ত করেন। তিনি বলেন, ‘যেখানে জেলা পরিষদের কাজ কী, তা ‍আজও সাধারণ মানুষ জানে না। তাদের কাজের পরিধিও জানানো হবে।’ সেবাদান প্রতিষ্ঠানটিকে কোনোভাবেই দুর্নীতির ‍আখড়ায় পরিণত করতে দেবেন না বলে অঙ্গিকার ব্যক্ত করেন গণমাধ্যমকর্মীদের কাছে। 

জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জসীম উদ্দীন হায়দার সাধারণ ও সংরক্ষিত সদস্য প্রার্থীদের ‍উদ্দেশে বলেন, ‘কোনোভাবে নির্বাচনি ‍আইন ভঙ্গ করা যাবে না। ‍এ জন্য তিনি সংবাদকর্মীদের সহযোগিতা চান।’

/ইউএস/
সম্পর্কিত
পদত্যাগ করা পদে আবারও নির্বাচন করে হারলেন জাফর
সিরাজগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে জয় পেলেন এমপির স্বামী
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে বিদায়ী চেয়ারম্যানকে নতুন চেয়ারম্যানের নোটিশ
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!