X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

‘প্রধানমন্ত্রীর সঙ্গে সব মানুষ আনন্দ-বেদনা ভাগাভাগির সুযোগ পান’ 

পিরোজপুর প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০২২, ২২:৫৯আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২২, ২৩:০৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সব মানুষ আনন্দ-বেদনা ভাগাভাগি করার সুযোগ পান বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি বলেন, শেখ হাসিনার কাছে অসাম্প্রদায়িক বাংলাদেশ নিরাপদ। শেখ হাসিনার কাছেই মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ নিরাপদ। তার সঙ্গে সব মানুষ আনন্দ-বেদনা ভাগাভাগি করার সুযোগ পান। তিনি আমাদের কাছে মানুষ রূপে দেবী হিসেবে আবির্ভূত হয়েছেন।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় পিরোজপুর সার্কিট হাউজ মিলনায়তনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পিরোজপুর সদর উপজেলার দুর্গা মন্দির কমিটির প্রতিনিধিদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় সরকার প্রদত্ত চালের বরাদ্দপত্র ও হিন্দু কল্যাণ ট্রাস্টের মাধ্যমে প্রধানমন্ত্রীর অনুদানের চেক হস্তান্তর করা হয়। মন্ত্রী তার ব্যক্তিগত তহবিল থেকেও উপজেলার প্রতিটি মন্দিরে উপহারের অর্থ দেন।  

অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, দেবী দুর্গা যেমনিভাবে অন্যান্য দেব-দেবীকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে অসূরকে নির্মূল করেছিলেন, তেমনিভাবে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থেকে স্বাধীনতাবিরোধী চক্রকে নির্মূল করে বঙ্গবন্ধুর সোনার বাংলা নির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।

তিনি বলেন, আসন্ন দুর্গাপূজা যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় সেজন্য শেখ হাসিনার সরকার সচেষ্ট রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বিশেষভাবে তৎপর রয়েছে। পূজার প্রতিটি দিন আমি (মন্ত্রী) নিজ নির্বাচনি এলাকার বিভিন্ন পূজা মণ্ডপ ও মন্দির পরিদর্শন করবো। এ সময় দেবী বিসর্জন দেওয়া পর্যন্ত এলাকায় অবস্থান করার কথা জানান তিনি।

পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, হিন্দু কল্যাণ ট্রাস্টের সুরঞ্জিত দত্ত লিটু, জেলা পূজা উপযাপন পরিষদের সাধারণ সম্পাদক দোলা গুহ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধির পাল গোপাল প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার প্রতিটি মন্দিরে এক মেট্রিক টন করে সরকারি চালের বরাদ্দপত্র, হিন্দু কল্যাণ ট্রাস্টের মাধ্যমে অনুদানের চার হাজার টাকার চেক এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের ব্যক্তিগত তহবিল থেকে উপহার হিসেবে দুই হাজার টাকা দেওয়ো হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পিরোজপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. আব্দুস সাত্তার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মরিয়ম জাহান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গৌতম নারায়ণ রায় চৌধুরী, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি তুষার কান্তি মজুমদার, সাধারণ সম্পাদক স্বপন কুমার চক্রবর্তী।

এর আগে বিকালে মন্ত্রী দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ কার্যক্রমের আওতায় সদর উপজেলা পরিষদের পুকুরে পোনামাছ অবমুক্ত করেন। মন্ত্রী সকালে নাজিরপুরে বিভিন্ন কর্মসূচিতে যোগ দেন।

/টিটি/
সম্পর্কিত
বিএনপির চিন্তাধারা ছিল অন্যের কাছে হাত পেতে চলবো: প্রধানমন্ত্রী
প্রাণিসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
আধুনিক ব্যবস্থাপনা নিয়ে আজ থেকে শুরু প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা