X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ভাঙন রোধের দাবি নিয়ে নদীর তীরে গ্রামবাসী

পটুয়াখালী প্রতিনিধি
২৮ অক্টোবর ২০২২, ০২:২৯আপডেট : ২৮ অক্টোবর ২০২২, ০২:২৯

গলাচিপা নদীর অব্যাহত ভাঙনে পটুয়াখালীর গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের তিনটি গ্রামের শতাধিক বাড়ি-ঘর, স্কুল, মসজিদ-মন্দির নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে শত শত পরিবার। ভাঙন প্রতিরোধে কোনও পদক্ষেপ গ্রহণ না করায় এবার ক্ষতিগ্রস্ত গ্রামবাসী বৃহস্পতিবার (২৭ অক্টোবর)  সকাল ১০টার দিকে ইউনিয়নের আটখালী গ্রামের ভাঙন কবলিত নদীর তীরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। এতে অংশ নেয় তিন গ্রামের চার শতাধিক মানুষ।

‘আমরা কোনও ত্রাণ বা সাহায্য চাই না, চাই নদী ভাঙনের হাত থেকে রক্ষার ব্যবস্থা।’ ‘আমরা চাই মাথা গোঁজার জন্য একটু ঠাঁই; চাষের জন্য এক টুকরো জমি।’ এমন নানা প্ল্যাকার্ড প্রদর্শন করে নদী ভাঙনের হাত থেকে উপজেলার ডাকুয়া ইউনিয়নকে রক্ষার দাবি জানায় কর্মসূচিতে অংশগ্রহণকারীরা।

তারা জানান, আটখালী, হোগলবুনিয়া ও ডাকুয়া এই তিনি গ্রাম ডাকুয়া ইউনিয়ন থেকে নদীগর্ভে প্রায় বিলীনের পথে। এসব গ্রামের শখানেক পরিবার বাড়ি-ঘর, ফসলী জমি হারিয়ে নিঃস্ব হয়ে গেছে।

মানববন্ধনে গলাচিপা প্রেসক্লাবের সভাপতি ও আটখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিত কুমার দত্ত মলয় বলেন, ‘দীর্ঘদিন ধরে গলাচিপা নদীর ভাঙ্গনে আটখালী, হোগলবুনিয়া ও ডাকুয়া গ্রামের দুইটি শিক্ষা প্রতিষ্ঠানসহ প্রায় অর্ধেক এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। প্রায় শতাধিক পরিবার বাড়ি-ঘর, ফসলী জমি হারিয়ে নিঃস্ব হয়েছে। যদি নদী শাসন না করা হয় তাহলে অচিরেই বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি প্রয়াত আলতাফ মাহমুদের কবরস্থানসহ অন্যান্য স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে যাবে।’

ডাকুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হানিফ গাজী বলেন, নদীর তীব্র ভাঙ্গনে হুমকির মুখে রয়েছে প্রয়াত বিশিষ্ট সাংবাদিক আলতাফ মাহমুদের কবরস্থান, ডাকুয়া ইউনিয়ন পরিষদ, তেঁতুলতলা বাজার, আটখালী মাধ্যমিক বিদ্যালয়, আটখালী প্রাথমিক বিদ্যালয়, কমিউনিটি ক্লিনিক, তিনটি মসজিদ, একটি মাদ্রাসা, একটি মন্দির ও জমিদার বাড়িসহ তিন শতাধিক পরিবার।

তিনি আরও বলেন, ঘূর্ণিঝড় সিত্রাংয়ে তেঁতুলতলা বাজারের দক্ষিণ পাশে প্রায় ১০০ ফুট বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ ধসে যাওয়ার উপক্রম হলে এলাকাবাসী তাৎক্ষণিক বালির বস্তা ফেলে কোনও রকম রক্ষা পায়। নদী শাসন করে এ তিনটি গ্রাম রক্ষার জন্য এলাকাবাসী পাঁচ থেকে ছয় বছর ধরে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একাধিকবার আবেদন করেও কোন ফল পায়নি।

কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন ইউপি সদস্য আমিনুল ইসলাম মিঠু, শাহ আলম মৃধা, মো. সায়েম, মো. উজ্জল মিয়াসহ অনেকে।

পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফ হোসেন বলেন, ডাকুয়ার নদীর ভাঙ্গন রোধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ১৫০ মিটার জায়গার জন্য প্রাক কলম তৈরি করে ঢাকা অফিসে পাঠানো হয়েছে। অনুমোদন পেলে দ্রুত কাজ শুরু হবে।

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টাঙ্গাইল শাড়িসহ ১৪ পণ্যকে জিআই স্বীকৃতি
টাঙ্গাইল শাড়িসহ ১৪ পণ্যকে জিআই স্বীকৃতি
১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন বিসমাহ মারুফ 
১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন বিসমাহ মারুফ 
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না