X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

বরিশালে বিকাল থেকে চলতে পারে বাস

বরিশাল প্রতিনিধি
০৫ নভেম্বর ২০২২, ১১:৫৬আপডেট : ০৫ নভেম্বর ২০২২, ১১:৫৮

বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে বরিশালে আজও দূরপাল্লার বাস চলাচল করছে না। তবে সকাল থেকে নগরীতে ছোট ছোট কয়েকটি যানবাহন চলাচল করতে দেখা যাচ্ছে। এতে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে। তবে দূরপাল্লার বাস না ছাড়ায় দুর্ভোগে রয়েছেন সাধারণ যাত্রীরা। 

জানা গেছে, শনিবার বিকাল থেকে বাস চলাচল শুরুর সম্ভাবনা রয়েছে। সন্ধ্যায় বরিশাল-ঢাকা নৌরুটের লঞ্চগুলো নির্ধারিত সময়ের মধ্যে ছেড়ে যেতে পারে।

এর আগে শুক্রবার সকাল থেকে অভ্যন্তরীণ সাত রুটে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়। একই সঙ্গে বন্ধ ঘোষণা করা হয় বরিশাল-ঢাকা নৌরুটে চলাচলকারী বিলাসবহুল চারটি লঞ্চ। একইভাবে ঢাকার সদরঘাট থেকে বরিশালগামী লঞ্চ না ছাড়ার নির্দেশনা রয়েছে। 

৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘটে মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ যাত্রী থেকে শুরু করে নগরবাসীকে। গতকাল শুক্রবার তা প্রকট আকার ধারণ করলেও আজ কিছুটা স্বস্তি ফিরেছে। নগরীতে থ্রি হুইলারসহ ছোট ছোট যানবাহন চলাচল শুরু করেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে ছোট যানবাহনের সংখ্যাও বাড়ছে। তবে এখনও দূরপাল্লার বাস চলাচল শুরু না হওয়ায় সাধারণ যাত্রীরা বিকল্প উপায়ে গন্তব্যে যাচ্ছেন।

একাধিক বাসচালক চালক ও হেলপারকে দেখা গেছে, তারা বাসের ইঞ্জিন পরীক্ষা করছেন। তারা বলছেন, বাস মালিক গ্রুপের সঙ্গে সরকারের বৈঠক হয়েছে। সেখানে পাঁচ দফা দাবির বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয়। সেই আশ্বাসের পরিপ্রেক্ষিতে আজ বিকাল থেকে বাস চলাচল শুরু সম্ভাবনা রয়েছে। তবে বাস মালিক গ্রুপের নেতৃবৃন্দ তাদের বিষয়টি এখনো অবহিত করেননি।

এ ব্যাপারে বাস মালিক গ্রুপের সাধারণ সম্পদাক কিশোর কুমার বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে পাঁচ দফা দাবি নিয়ে লড়ছি। সেই দাবি বাস্তবায়ন নিয়ে কথা হয়েছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে সমাধান হবে।’

/এসএইচ/
সম্পর্কিত
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাংলাদেশে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়ছে না কেন?
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বিআরটিসির র‌্যাপিড পাস সার্ভিস চালু, এক কার্ডে অনেক সেবা
সর্বশেষ খবর
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়