দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঝালকাঠির রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. নাসিম উদ্দিন আকনের দলীয় পদ স্থগিত করা হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) বিকালে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকনের দলীয় পদ ২৫ জানুয়ারি থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। এ ছাড়া তাকে দলীয় সমস্ত কার্যক্রম থেকে বিরত থাকার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের (দলীয় পদ স্থগিত) সঙ্গে কোনও প্রকার যোগাযোগ রক্ষা না করার জন্য নির্দেশনা দেওয়া হয়।
এদিকে, এ ঘোষণার পর শনিবার সন্ধ্যায় উপজেলা শহরে এর প্রতিবাদে ঝাড়ু মিছিল করে রাজাপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বাঘড়ি থেকে বিক্ষোভ মিছিল শুরু করে বাইপাস মোড় হয়ে নাসিম আকনের বাঘড়ির বাসায় গিয়ে শেষ হয়। এ সময় জেলা বিএনপির সদস্যসচিব আ্যডভোকেট শাহাদাৎ হোসেনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন তারা।
এ বিষয়ে নাসিম উদ্দিন আকন বলেন, ‘আমাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছিল। সেটার জবাব আমি দিয়েছি। জেলা বিএনপি থেকে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে আমার পদ স্থগিত করা হয়েছে।’
জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন বলেন, ‘তার (নাসিম আকন) বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ প্রকাশ হয়। আমরা তাকে শোকজ করেছিলাম। শোকজের জবাব সন্তোষজনক না হওয়াতে তার দলীয় পদ স্থগিত করা হয়েছে।’
এর আগে, গত ৮ জানুয়ারি চাঁদা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগে নাসিম উদ্দিন আকনকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেয় দলটি।
ওই নোটিশে উল্লেখ করা হয়, আরিফুর রহমান তুহিন নামের জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কমিটির এক সদস্যকে হুমকি ও অন্য এক ব্যক্তির কাছে চাঁদা দাবির বিষয়ে নাসিম আকনের বিরুদ্ধে বিভিন্ন জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে। রাজাপুর উপজেলা বিএনপির দায়িত্বশীল পদে থেকে এমন কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ থাকায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ হয়েছে। তাই কেন তাকে উপজেলা বিএনপির পদ থেকে অব্যাহতি দেওয়া হবে না, তা জানতে চেয়ে তিন দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।