X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের পদ স্থগিত, প্রতিবাদে ঝাড়ু মিছিল

ঝালকাঠি প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০২৫, ১১:২০আপডেট : ২৬ জানুয়ারি ২০২৫, ১১:২০

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঝালকাঠির রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. নাসিম উদ্দিন আকনের দলীয় পদ স্থগিত করা হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) বিকালে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকনের দলীয় পদ ২৫ জানুয়ারি থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। এ ছাড়া তাকে দলীয় সমস্ত কার্যক্রম থেকে বিরত থাকার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের (দলীয় পদ স্থগিত) সঙ্গে কোনও প্রকার যোগাযোগ রক্ষা না করার জন্য নির্দেশনা দেওয়া হয়।

এদিকে, এ ঘোষণার পর শনিবার সন্ধ্যায় উপজেলা শহরে এর প্রতিবাদে ঝাড়ু মিছিল করে রাজাপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বাঘড়ি থেকে বিক্ষোভ মিছিল শুরু করে বাইপাস মোড় হয়ে নাসিম আকনের বাঘড়ির বাসায় গিয়ে শেষ হয়। এ সময় জেলা বিএনপির সদস্যসচিব আ্যডভোকেট শাহাদাৎ হোসেনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন তারা।

এ বিষয়ে নাসিম উদ্দিন আকন বলেন, ‘আমাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছিল। সেটার জবাব আমি দিয়েছি। জেলা বিএনপি থেকে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে আমার পদ স্থগিত করা হয়েছে।’

জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন বলেন, ‘তার (নাসিম আকন) বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ প্রকাশ হয়। আমরা তাকে শোকজ করেছিলাম। শোকজের জবাব সন্তোষজনক না হওয়াতে তার দলীয় পদ স্থগিত করা হয়েছে।’

এর আগে, গত ৮ জানুয়ারি চাঁদা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগে নাসিম উদ্দিন আকনকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেয় দলটি।

ওই নোটিশে উল্লেখ করা হয়, আরিফুর রহমান তুহিন নামের জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কমিটির এক সদস্যকে হুমকি ও অন্য এক ব্যক্তির কাছে চাঁদা দাবির বিষয়ে নাসিম আকনের বিরুদ্ধে বিভিন্ন জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে। রাজাপুর উপজেলা বিএনপির দায়িত্বশীল পদে থেকে এমন কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ থাকায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ হয়েছে। তাই কেন তাকে উপজেলা বিএনপির পদ থেকে অব্যাহতি দেওয়া হবে না, তা জানতে চেয়ে তিন দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হোক: ডা. জাহিদ
‘আ.লীগ নিষিদ্ধ হবে কিনা, বিএনপি নয় জনগণ ঠিক করবে’
ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম
সর্বশেষ খবর
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ
শর্তসাপেক্ষে জেল থেকে রেহাই পেলেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার
শর্তসাপেক্ষে জেল থেকে রেহাই পেলেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার
দ্রুত আ.লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত না এলে আবারও ‘ঢাকা মার্চ’: নাহিদ ইসলাম
দ্রুত আ.লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত না এলে আবারও ‘ঢাকা মার্চ’: নাহিদ ইসলাম
মাদ্রাসাসহ সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি
মাদ্রাসাসহ সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ