X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

‘অভিযোগ করলে গুম করে ফেলবো’

কুমিল্লা প্রতিনিধি
০৭ অক্টোবর ২০১৬, ১৭:৩২আপডেট : ০৭ অক্টোবর ২০১৬, ২২:৪৪







‘তোর দেমাগ বেশি। তোকে ক্যাম্পাসে বিবস্ত্র করবো। বিবস্ত্র করে ঝাল তুলবো, তোকে ক্যাম্পাসে পেটাবো। কারও কাছে কোনও অভিযোগ করলে গুম করে ফেলবো।’ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের নবম ব্যাচের এক ছাত্রীকে একই বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের দুই নেতা এসব কথা বলেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ‘অভিযোগ করলে গুম করে ফেলবো’
ওই দুই নেতা হচ্ছেন, বঙ্গবন্ধু হল ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও লোক প্রশাসন বিভাগের সপ্তম ব্যাচের ছাত্র জসিম উদ্দিন এবং একই হলের প্রচার সম্পাদক অর্থনীতি বিভাগের অষ্টম ব্যাচের ছাত্র মাসুদ আলম। যদিও তারা এ অভিযোগ অস্বীকার করেছেন।
হুমকির বিষয়ে দুই ছাত্রের বিরুদ্ধে প্রক্টর বরাবর লিখিত অভিযোগ জমা দিয়েছেন ওই ছাত্রী।
অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার ওই ছাত্রী বাড়ি যাওয়ার জন্য নওয়াব ফয়জুন্নেছা হল থেকে বের হয়। হল গেটে রিকশার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় জসিম উদ্দিন ও মাসুদ আলম তার পাশ দিয়ে যাওয়ার সময় তাকে বাজে কথা বলে। প্রতিবাদ করলে তারা অশ্লীল শব্দ ব্যবহার করে বলেন, 'তোর দেমাগ বেশি। তোকে ক্যাম্পাসে বিবস্ত্র করবো। বিবস্ত্র করে তোর ঝাল তুলবো, তোকে ক্যাম্পাসে পেটাবো। কারও কাছে কোনও প্রকার অভিযোগ করলে তোকে গুম করে ফেলবো।’
এতে ওই ছাত্রী নিরাপত্তাহীনতায় ভুগছেন দাবি করে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য প্রক্টরের কাছে আবেদন করেন।
এ বিষয়ে ওই ছাত্রীর সঙ্গে ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, ‘যেসব বাজে কথা আমাকে ওরা বলেছে তার একটুমাত্র উল্লেখ করেছি। সব কথা উল্লেখ করতে নিজেরও লজ্জা লাগে। বৃহস্পতিবার আমাকে ও তাদের দুইজনকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডেকেছিল। তারা সেখানে বলেছেন, আমার সঙ্গে নাকি তাদের দেখাই হয়নি।’
ফোনে যোগাযোগের চেষ্টা করে অভিযুক্ত জসিম উদ্দিনকে পাওয়া যায়নি।
মাসুদ আলম বলেছেন, ‘ওর সঙ্গে আমাদের কোনও কথাই হয়নি। এটা আমাদের বিরুদ্ধে একটা পরিকল্পিত ষড়যন্ত্র।'
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. আইনুল হক বলেন, ‘ওই ছাত্রীর লিখিত অভিযোগ পেয়েছি। আমরা অভিযুক্তদের বিষয়ে খোঁজ নিচ্ছি। তাদের বিরুদ্ধে করা অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

/বিটি/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সমস্যা মানেই অসুখ নয়: মেডিক্যালাইজেশন কি বাংলাদেশের নতুন ব্যাধি?
সমস্যা মানেই অসুখ নয়: মেডিক্যালাইজেশন কি বাংলাদেশের নতুন ব্যাধি?
দুই ভাইয়ের বিরোধে মুরাদনগরের সেই ঘটনার ভিডিও ছড়ানো হয়: র‌্যাব
দুই ভাইয়ের বিরোধে মুরাদনগরের সেই ঘটনার ভিডিও ছড়ানো হয়: র‌্যাব
গাজায় যুদ্ধবিরতির নতুন প্রস্তাবের নিশ্চয়তা চায় হামাস
গাজায় যুদ্ধবিরতির নতুন প্রস্তাবের নিশ্চয়তা চায় হামাস
জুলাই আন্দোলনে নিহত ৬ সাংবাদিক: কেমন আছে তাদের পরিবার
জুলাই আন্দোলনে নিহত ৬ সাংবাদিক: কেমন আছে তাদের পরিবার
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল