X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

কল্পনা চাকমা অপহরণ মামলার প্রতিবেদন পর্যালোচনা ২৮ নভেম্বর

রাঙামাটি প্রতিনিধি
২০ অক্টোবর ২০১৬, ০৫:৪০আপডেট : ২০ অক্টোবর ২০১৬, ০৫:৪১

কল্পনা চাকমা (ফাইল ফটো) আলোচিত কল্পনা চাকমা অপহরণ মামলার চূড়ান্ত প্রতিবেদন পর্যালোচনার নতুন দিন ধার্য করেছেন আদালত। সেই মোতাবেক আগামী ২৮ নভেম্বর পর্যালোচনা হওয়ার কথা আছে। রাঙামাটির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাবরিনা আলীর আদালত বুধবার (১৯ আক্টোবর) এ দিন ধার্য করেন।

বুধবার চূড়ান্ত প্রতিবেদন নিয়ে পর্যালোচনার দিন ধার্য ছিল। তবে কল্পনার বড় ভাই ও মামলার বাদী কালিন্দী চাকমা অনুপস্থিত ছিলেন। এ কারণে পর্যালোচনার জন্য বাদী পক্ষের আইনজীবী আরও সময় চেয়ে আবেদন জানান। আদালত আবেদন মঞ্জুর করে ২৮ নভেম্বর পরবর্তী দিন ধার্য করেন।

কালিন্দী চাকমা বলেন, ‘আমি অসুস্থ, তাই আইনজীবীর মাধ্যমে সময়ের আবেদন করেছি।’  তিনি বলেন, ‘সর্বশেষ যে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে, তা কোনওভাবেই মেনে নিতে পারছি না। ঘটনার মূল আসামিদের বাদ দিয়ে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। আমি হতাশ। আমরা যাদের নাম তদন্তে উল্লেখ করেছি, তাদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলে অবশ্যই ঘটনার সত্যতা প্রকাশ পাবে। আমরা বরাবরের মতো এখনও বিচার বিভাগীয় তদন্তের দাবি জানাচ্ছি।’

রাঙামাটি কোর্ট ইন্সপেক্টর মো. আজিজুল হক বলেন, ‘বুধবার আদালতে কল্পনা চাকমার অপহরণ মামলার চুড়ান্ত প্রতিবেদন নিয়ে পর্যালোচনা হওয়ার কথা ছিল। বাদী উপস্থিত না থাকায় আদালত নতুন দিন ধার্য করেছেন।’ রাঙামাটি পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান গত ৭ সেপ্টেম্বর আদালতে মামলার প্রতিবেদন জমা দেন।

উল্লেখ্য, ১৯৯৬ সালের ১২ জুন জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরুর ৬-৭ ঘণ্টা আগে কল্পনা চাকমাকে অপহরণ করা হয়। তিনি ছিলেন ‘হিল উইমেন্স ফেডারেশনের’ তৎকালীন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক।

/এআরএল/

আরও পড়ুন: 

ইংলিশদের বিপক্ষে ইতিহাস পাল্টানোর মিশন টাইগারদের

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘মা ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ’
‘মা ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ’
সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী মারা গেছেন
সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী মারা গেছেন
ইউক্রেনের শান্তি আলোচনায় আমন্ত্রণ পায়নি রাশিয়া: সুইজারল্যান্ড
ইউক্রেনের শান্তি আলোচনায় আমন্ত্রণ পায়নি রাশিয়া: সুইজারল্যান্ড
দাতা সংস্থাগুলো বাংলাদেশকে ঋণের শর্তে আটকে ফেলেছে: ক্যাব
দাতা সংস্থাগুলো বাংলাদেশকে ঋণের শর্তে আটকে ফেলেছে: ক্যাব
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ