X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

বাঘাইছড়ি পৌর নির্বাচনে কারচুপির অভিযোগ পরাজিত প্রার্থীর

রাঙামাটি প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০১৭, ০৮:৪০আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৭, ০৮:৫৪

সংবাদ সম্মেলন করছেন পরাজিত স্বতন্ত্র প্রার্থী মুক্তিযোদ্ধা মো. আজিজুর রহমান আজিজ রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনে ভোট কারচুপি ও নির্বাচন পরবর্তী সময়ে পরিবারের সদস্যদের ওপর পুলিশি হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন পরাজিত স্বতন্ত্র প্রার্থী মুক্তিযোদ্ধা মো. আজিজুর রহমান আজিজ।

বৃহস্পতিবার বিকালে রাঙামাটি শহরের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, নির্বাচনে জয়ী হওয়ার জন্য আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর মধ্যে গোপন সমঝোতা হয়। ফলে নির্বাচনে নজিরবিহীন কারচুপি হয়েছে।  তার বড় প্রমাণ হচ্ছে নৌকা প্রার্থীর এলাকায় ৯৫ শতাংশ ভোট পড়েছে। যেখানে সামগ্রিকভাবে অন্যান্য এলাকায় ভোট পড়েছে ৬৫ শতাংশ। আওয়ামী লীগ প্রার্থী যে ভোট কারচুপি করেছে এটা তারই বড় প্রমাণ। আওয়ামী লীগ প্রার্থী দলীয় ক্যাডারদের টোকেনের মাধ্যমে ৫-১০টি ব্যালট দিয়ে দেওয়ারও অভিযোগ করেন তিনি।

লিখিত অভিযোগে আজিজুর রহমান আরও জানান, নির্বাচনে প্রার্থী হওয়ার অপরাধে নির্বাচন পরবর্তী সময়ে তার পরিবার-স্বজন ও সমর্থকদের পুলিশ নানাভাবে হয়রানি করছে। তার তিন ছেলে ও ছেলের ভার্সিটি পড়ুয়া বন্ধুদেরও অহেতুকভাবে গ্রেফতার করে মামলা দিয়েছে। বাঘাইছড়ি থানার ওসি আবুল কালাম চৌধুরী সরাসরি এর সঙ্গে জড়িত বলে তিনি অভিযোগ করেন।

এ সময় পরাজিত স্বতন্ত্র মেয়র প্রাথী মুক্তিযোদ্ধা আজিজুর রহমান আজিজসহ রাঙামাটি জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রোবার্ট রোনান্ড পিন্টু, ডেপুটি কমান্ডার আব্দুল শুক্কুর তালুকদার, সদর উপজেলা কমান্ডার মিজানুর রহমানসহ বাঘাইছড়ি মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন উপজেলার মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে আজিজুর জানান, বর্তমানে নির্বাচিত মেয়রের ভয়ে তিনি এবং তার পরিবারের লোকজন ঘরছাড়া।

প্রসঙ্গত, গত ১৮ ফেব্রুয়ারি রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মো. জাফর আলী খান তিন হাজার ৭৯৮ ভোট পেয়ে বিজয়ী হন।

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হামাসের রকেট হামলায় ৩ ইসরায়েলি সেনা নিহত
হামাসের রকেট হামলায় ৩ ইসরায়েলি সেনা নিহত
লবণাক্ততায় আক্রান্ত উপকূলীয় ১৮ জেলার ৯৩টি উপজেলা
লবণাক্ততায় আক্রান্ত উপকূলীয় ১৮ জেলার ৯৩টি উপজেলা
চট্টগ্রামে দন্ত চিকিৎসক হত্যা: মামলা ডিবিতে হস্তান্তর
চট্টগ্রামে দন্ত চিকিৎসক হত্যা: মামলা ডিবিতে হস্তান্তর
ব্রাজিলে বৃষ্টিপাতে মৃতের সংখ্যা বেড়ে ৭৮, এখনও নিখোঁজ অনেকে
ব্রাজিলে বৃষ্টিপাতে মৃতের সংখ্যা বেড়ে ৭৮, এখনও নিখোঁজ অনেকে
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?