X
বুধবার, ০১ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

সরকারি উন্নয়ন প্রকল্পের খবর পরিবেশনের আহ্বান তথ্য কর্মকর্তার

চট্টগ্রাম প্রতিনিধি
২৪ মে ২০১৭, ১৮:৩৮আপডেট : ২৪ মে ২০১৭, ১৮:৩৮

প্রধান তথ্য কর্মকর্তা কামরুন নাহার (ছবি: রবিন চৌধুরী) সরকারের উন্নয়ন প্রকল্প তুলে ধরে সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সরকারের প্রধান তথ্য অফিসার কামরুন নাহার।

প্রধান তথ্য অফিসার বলেন, ‘তথ্য যত বেশি মানুষের কাছে পৌঁছানো যায়, ততই জনসচেতনতা বাড়ে। গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ আর মিডিয়া কর্মীরা হলেন চেইঞ্জ এজেন্ট। আপনারা সরকারের সঙ্গে জনগণের সেতুবন্ধন তৈরি করুন। সরকার যেসব প্রকল্প নিয়ে কাজ করছে, সেগুলো আপনারা জনগণের কাছে তুলে ধরুন।’

বুধবার দুপুরে নগরীর সার্কিট হাউজে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। জনগণের মৌলিক অধিকার নিশ্চিতকরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেওয়া ১০টি উদ্যোগ অবহিত করতে এ সভার আয়োজন করে আঞ্চলিক তথ্য অফিস, চট্টগ্রাম।

সভায় কামরুন নাহার বলেন, ‘জনগনের মৌলিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে দরিদ্র, ক্ষুধামুক্তি, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ও সামাজিক নিরাপত্তার বিষয়কে অগ্রাধিকার দিয়ে ১০টি উদ্যোগ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা তার ওই ১০টি উদ্যোগ ব্র্যান্ডিং করতে এসেছি। আপনারা এই উদ্যোগগুলো নিয়ে লিখেন, ফিচার করেন। উদ্যোগগুলো ব্র্যান্ডিং করেন।’

চট্টগ্রাম জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাক্তার আজিজুর রহমান সিদ্দিকী, তথ্য অধিদফতরের অতিরিক্ত প্রধান তথ্য কর্মকর্তা ফজলে রাব্বী, বিভাগীয় কমিশনার অফিসের উপ-পরিচালক মিজানুর রহমান, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শুকলাল দাশ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেওয়া উদ্যোগগুলো হলো একটি বাড়ি একটি খামার প্রকল্প, আশ্রয়ণ প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচি, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, বিনিয়োগ বিকাশ ও পরিবেশ সুরক্ষা প্রকল্প।

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
কমলাপুর স্টেশন থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
কমলাপুর স্টেশন থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি ও ইসরায়েলপন্থি প্রতিবাদকারীদের মধ্যে সংঘর্ষ
যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি ও ইসরায়েলপন্থি প্রতিবাদকারীদের মধ্যে সংঘর্ষ
চীনে সড়ক ধসে নিহত ১৯
চীনে সড়ক ধসে নিহত ১৯
সর্বাধিক পঠিত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
অষ্টম শ্রেণির স্কুল বাড়াতে চায় সরকার
অষ্টম শ্রেণির স্কুল বাড়াতে চায় সরকার