X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

এআরএসএ’র কোনও সদস্য আপাতত বাংলাদেশে নেই: কক্সবাজার পুলিশ সুপার

কক্সবাজার প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০১৭, ১৯:৫৭আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৭, ২০:০৪

পুলিশ সুপারের সংবাদ সম্মেলন মিয়ানমারের রাখাইন রাজ্যের উগ্রপন্থী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (এআরএসএ) বা আল-একিন’র কোনও সদস্যের অস্তিত্ব আপাতত বাংলাদেশে নেই। এই সংগঠনের কোনও সদস্য যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারে সেজন্য বিজিবি, পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন কঠোর নজরদারিতে রয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার পুলিশ সুপার ড. একেএম ইকবাল হোসেন।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মিয়ানমার থেকে আগত  আশ্রয়প্রার্থী রোহিঙ্গাদের মানবিক সহায়তা সংক্রান্ত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

পুলিশ সুপার আরও জানান, আজ  শুক্রবার পর্যন্ত চার লাখ ৩০ হাজার রোহিঙ্গা অবৈধভাবে অনুপ্রবেশ করে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছে। এসব রোহিঙ্গাদের নিয়ন্ত্রণে ২২টি মোবাইল টিম, ১১টি চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হচ্ছে। রোহিঙ্গারা যাতে ছড়িয়ে ছিটিয়ে যেতে না পারে সেজন্য পুলিশ সার্বক্ষনিক কাজ করছে। এই পর্যন্ত পাঁচ হাজার ১১৯ জন রোহিঙ্গাকে ক্যাম্পের নির্ধারিত এলাকার বাইরে যাওয়ার চেষ্টাকালে আটক করে উখিয়া ও বালুখালী ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে।

তিনি বলেন, ‘উখিয়া ও টেকনাফে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যে অনেক গ্রুপিং থাকতে পারে। এজন্য বিচলিত হওয়ার কোনও কারণ নেই। কারণ, পুলিশের পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থা সার্বক্ষনিক রোহিঙ্গা ক্যাম্পে কাজ করে যাচ্ছে। এজন্য পুলিশের একটি কন্ট্রোল রুমও চালু করা হয়েছে।’

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব আশরাফুল আলম খোকন, শরণার্থী ও ত্রাণ বিষয়ক হাই কমিশনার আবুল কালাম ও কক্সবাজার জেলা প্রশাসক মো. আলী হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজি আব্দুর রহমান ও জেলা তথ্য কর্মকর্তা নাসির উদ্দিনসহ প্রশাসনিক কর্মকর্তারা ছিলেন।

আরও পড়ুন:

কে এই আরসা নেতা আতা উল্লাহ?

 

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস