X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

ষোড়শ সংশোধনী নিয়ে আইনি লড়াইয়ের শেষ পর্যন্ত যাবো: আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০১৭, ২০:৪৬আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৭, ২০:৪৬

ব্রাহ্মণবাড়িয়ায় আইনমন্ত্রী (ছবি: প্রতিনিধি) আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, ‘গণতন্ত্রকে গণতান্ত্রিক রূপ দেওয়ার জন্য এবং বিচার বিভাগের স্বাধীনতা অক্ষুণ্ন রাখার জন্য আমরা সংবিধানের ৯৬ অনুচ্ছেদ সংশোধন করে ষোড়শ সংশোধনী এনেছিলাম। ১৯৭২ সালের সংবিধানে যা ছিল ষোড়শ সংশোধনীতে কমাটা পর্যন্ত তাই ছিল। হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মামলায় তারা ষোড়শ সংশোধনী বাতিল করে দেন। মামলা এখনও আছে। আমরা এই মামলার শেষ আইনি চ্যালেঞ্জ পর্যন্ত যাবো।’

শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকালে ব্রাহ্মণবাড়িয়ার কসবা মহিলা কলেজের নবীনবরণ, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও নবনির্মিত ভবন উদ্বোধন শেষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘বিচার বিভাগের স্বাধীনতাকে অক্ষুণ্ন রাখার জন্য, গণতন্ত্রের যাত্রাকে অব্যাহত রাখার জন্য, বাংলাদেশের সংবিধানকে বিতর্কের ঊর্ধ্বে রাখার জন্যে ষোড়শ সংশোধনীতে যা ছিল আইনি প্রক্রিয়া মাধ্যমে তা আমরা অক্ষুণ্ন রাখব এবং আমরা বিজয়ী হবো। বর্তমানে ষোড়শ সংশোধনীর রায় আমরা সুক্ষ্মভাবে পরীক্ষা-নিরীক্ষা করছি। এই পরীক্ষা-নিরীক্ষার কাজ শেষ হলে হলে আমরা রিভিউ আবেদন করবো।’

বক্তৃতায় রোহিঙ্গা সমস্যা সর্ম্পকে আইনমন্ত্রী বলেন, ‘মিয়ানমার সরকারকে রোহিঙ্গা সমস্যার সমাধান করতে হবে। রোহিঙ্গাদের ফিরিয়ে নিয়ে যেতে হবে এবং তাদের বাসভূমিতে আবার ঘরবাড়ি গড়ে দিতে হবে। কিন্তু রোহিঙ্গারা যতক্ষণ আমাদের দেশে আছেন, তাদের সুবিধা-অসুবিধা দেখবো, আমরা তাদেরকে খাওয়া-পরার ব্যবস্থা করছি-করবো।’

বিএনপি সর্ম্পকে মন্ত্রী বলেন, ‘একটা দল আছে বিএনপি। এটা নয়াপল্টনের অফিসের মধ্যে আছে। এটার যুগ্ম-মহাসচিব রিজভী, তিনি ওইখান থেকে বসে বসে সাংবাদিক সম্মেলন করেন। ওখান থেকে হেঁটে তিনি অন্য কোথাও যান না। তিনি সাংবাদিক সম্মেলনে কী বলেন? শরণার্থী সমস্যা আমরা নাকি সৃষ্টি করেছি। আমরা বন্ধুহীন হয়ে গেছি। সারাবিশ্ব আজ মিয়ানমারকে তিরস্কার করছে। বিশ্ব নেতারা দেখছেন বাংলাদেশ কিভাবে রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তারা মাদার অব হিউম্যানিটি হিসেবে আখ্যায়িত করেছেন। আর বিএনপি’র এই নেতা বলছেন আমরা নাকি বন্ধুহীন হয়ে গেছি। বিএনপির মতো এই রিজভী সাহেবের চোখ নাই, কান নাই, আছে কেবল একটা মুখ। আল্লাহতালা আপনাকে (রিজভী) দুইটা চোখ দিয়েছে, দুইটা কান দিয়েছে। সঙ্গে দুইটা পা-ও দিয়েছে। আপনি রোহিঙ্গা ক্যাম্পে একবার যান। সেখানে ঘুরে আসুন। তখন বুঝতে পারবেন আমরা তাদের জন্যে কী করছি।’

অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তৃতা করেন কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আনিসুল হক ভূইয়া, কসবা পৌরসভার মেয়র এমরান উদ্দিন জুয়েল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রাশেদুল কায়ছার জীবন, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা ইসলাম, কসবা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. তসলিম মিয়া। অনুষ্ঠানে কসবা মহিলা ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি কসবা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন- ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের প্রতিটি শব্দ পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে: আইনমন্ত্রী

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইসরায়েলের নতুন যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেবে হামাস, আশা যুক্তরাষ্ট্রের
ইসরায়েলের নতুন যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেবে হামাস, আশা যুক্তরাষ্ট্রের
রাজশাহীতে তীব্র গরমে মরছে মুরগি, আতঙ্কে খামারিরা
রাজশাহীতে তীব্র গরমে মরছে মুরগি, আতঙ্কে খামারিরা
সিগারেট বাকি না দেওয়ায় দোকানিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ
সিগারেট বাকি না দেওয়ায় দোকানিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চার কর্মকর্তা নিহত
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চার কর্মকর্তা নিহত
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে