X
বুধবার, ০১ মে ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

৬১টি মামলার আসামি জামায়াত ক্যাডার রফিক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৫ নভেম্বর ২০১৭, ১৫:৩১আপডেট : ১৫ নভেম্বর ২০১৭, ১৫:৩৮

জামায়াত ক্যাডার রফিক চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের ক্যাডার মো. রফিককে (৩০) গ্রেফতার করেছে সাতকানিয়া থানা পুলিশ। বুধবার (১৫ নভেম্বর) সকাল ৭টার দিকে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে হত্যা, পুলিশের ওপর হামলা, সরকারি/বেসরকারি যানবাহন ও স্থাপনায় অগ্নিসংযোগ, বিস্ফোরক দ্রব্য, অস্ত্র আইনে জেলার বিভিন্ন থানায় ৬১টি মামলা রয়েছে।

গ্রেফতার রফিক সাতকানিয়া থানাধীন ছদাহা আফজল নগর মুহুরী পাড়ার বাসিন্দা। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সকালে বিশেষ অভিযান চালিয়ে রফিককে গ্রেফতার করা হয়েছে। জামায়াতের এই ক্যাডার বিগত ২০১৩ ও ২০১৪ সালে জামায়াত-শিবিরের দেশব্যাপী তাণ্ডবকালে সাতকানিয়া থানাধীন ছদাহা ইউনিয়নের আফজলনগর (হাশতের দোকান) মহাসড়ক এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। তার নেতৃত্বাধীন ক্যাডার বাহিনীর কাছে ওই সময় আইনশৃঙ্খলাবাহিনী কার্যত অসহায় হয়ে পড়েছিল।’

তিনি আরও জানান, ওই সময় তার তাণ্ডবে সাতকানিয়া এলাকায় মহাসড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহনে পেট্রোল বোমা ছোড়া হয়। পেট্রোল বোমার আগুনে ট্রাক চালক ওয়াসিম, যাত্রী শাহাব উদ্দিন মারা যান এবং একজন বিদেশি নাগরিক অন্ধত্ববরণ করেন। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ স্থানীয় অনেক মানুষ গুরুতর আহত হন। তার নামে জেলার বিভিন্ন থানায় ৬১টি মামলা রয়েছে।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তপ্ত রোদেও থামে না তাদের কাজ
আজ মহান মে দিবসতপ্ত রোদেও থামে না তাদের কাজ
মদ ছেড়ে বললেন, ‘মাইলফলক’
মদ ছেড়ে বললেন, ‘মাইলফলক’
প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বৃহস্পতিবার
প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বৃহস্পতিবার
১০৩ চেয়ারম্যান প্রার্থীসহ ১৭৭ জনের প্রার্থিতা প্রত্যাহার
উপজেলা পরিষদ নির্বাচন১০৩ চেয়ারম্যান প্রার্থীসহ ১৭৭ জনের প্রার্থিতা প্রত্যাহার
সর্বাধিক পঠিত
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
আজকের আবহাওয়া: তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস
আজকের আবহাওয়া: তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড