X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

দুই মারমা বোন ও চাকমা রানির ওপর হামলার বিচার দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

রাঙামাটি প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:৫৭আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:০১

দুই মারমা বোন ও চাকমা রানির ওপর হামলার বিচার দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি রাঙামাটির বিলাইছড়ি উপজেলার ওড়াছড়ি গ্রামে একটি মারমা পরিবারের দুই বোনের ওপর নির্যাতনের ঘটনায় সংহতি প্রকাশ এবং গত ১৫ ফেব্রয়ারি রাঙামাটি জেনারেল হাসপাতালে চাকমা সার্কেলের উপদেষ্টা রানি য়েন য়েনসহ ভলান্টিয়ারদের ওপর হামলার ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছে সম্মিলিত নারী সমাজ। প্রধানমন্ত্রী বরাবর লেখা স্মারকলিপি জেলা প্রশাসকের হাতে তুলে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সকালে জেলা শিল্পকলা একাডেমির সামনে সম্মিলিত নারী সমাজের ব্যানারে ঘন্টাব্যাপী মানববন্ধন করা হয়। এতে বক্তব্য রাখেন- জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরূপা দেওয়ান, নারী নেত্রী টুকু তালুকদার, ঢোনাই টু নেলীসহ অনেকে।

এসময় বক্তারা বলেন, ‘যেখানে রানী য়েন য়েন নিজেই নিরাপত্তাহীনতায় আছেন, সেখানে সাধারণ মানুষের জীবনের নিশ্চয়তা কে দেবে? আমরা অবিলম্বে দুই মারমা বোনের ওপর যৌন সহিংসতার বিচার এবং রানি য়েন য়েনসহ ভলান্টিয়ারদের ওপর হামলার বিচার চাই।’ দুই মারমা বোন ও চাকমা রানির ওপর হামলার বিচার দাবিতে মানববন্ধন

মানববন্ধন শেষে বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।  

উল্লেখ্য, গত ২২ জানুয়ারি গভীর রাতে রাঙামাটির বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের ওড়াছড়ি গ্রামে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের সময় একটি মারমা পরিবারের বড় বোনকে (১৮) ধর্ষণ ও ছোট বোনকে (১৩) যৌন নিপীড়নের অভিযোগ ওঠে। নির্যাতনের শিকার দুই বোনকে ২৩ জানুয়ারি রাঙামাটি সদর হাসপাতালে ভর্তি করা হয়। গত ১৫ ফেব্রুয়ারি রাঙামাটি সদর হাসপাতালে চিকিৎসাধীন এই দুই মারমা বোনকে আদালতের নির্দেশে তাদের বাবা-মায়ের জিম্মায় দেওয়া এবং চাকমা সার্কেলের জিম্মায় নেওয়া নিয়ে বাকবিতণ্ডা হয়। এসময় রানি য়েন য়েন ও তার সহকারীর ওপর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা হামলা  চালায় এবং তাদের নাজেহাল করা হয় বলে অভিযোগ করছেন রাজা দেবাশীষ রায়।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘মা ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ’
‘মা ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ’
সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী মারা গেছেন
সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী মারা গেছেন
ইউক্রেনের শান্তি আলোচনায় আমন্ত্রণ পায়নি রাশিয়া: সুইজারল্যান্ড
ইউক্রেনের শান্তি আলোচনায় আমন্ত্রণ পায়নি রাশিয়া: সুইজারল্যান্ড
দাতা সংস্থাগুলো বাংলাদেশকে ঋণের শর্তে আটকে ফেলেছে: ক্যাব
দাতা সংস্থাগুলো বাংলাদেশকে ঋণের শর্তে আটকে ফেলেছে: ক্যাব
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ