X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

জামিনে মুক্ত চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৪ মার্চ ২০১৮, ১৪:০৫আপডেট : ১৪ মার্চ ২০১৮, ১৪:১৬

চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন (ছবিঃ সংগৃহীত) চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (১৪ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে তিনি চট্টগ্রাম কারাগার থেকে ছাড়া পান বলে জানিয়েছেন সংগঠনটির উপদফতর সম্পাদক ইদ্রিস আলী।

তিনি বাংলা ট্রিবিউনকে জানান, সকাল সাড়ে ১০টায় ছাড়া পাওয়ার পর ডা. শাহাদাত হোসেন সরাসরি দলীয় কার্যালয় নাসিমন ভবনে আসেন। সেখানে নেতাকর্মীরা তাকে সংবর্ধনা জানান।

এর আগে মঙ্গলবার বিকালে ছাড়া পাওয়ার কথা থাকলেও জামিন আদেশ কারাগারে পৌঁছাতে দেরি হওয়ায় ওইদিন তিনি ছাড়া পাননি।

নাসিমন ভবনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, নগর বিএনপির সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করসহ মহানগর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় রায় ঘোষণার আগে মহানগর বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে তারাও বিএনপি নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করেন। এ সময় শাহাদাতসহ মহানগর বিএনপির ১৯ নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ। ওইদিন রাতে তাদের নামে পুলিশের ওপর হামলা ও সন্ত্রাসবিরোধী আইনে নগরীর কোতোয়ালি থানায় দুটি আলাদা মামলা দায়ের করে পুলিশ। গত ৭ মার্চ এ দুটি মামলায় উচ্চ আদালত ডা. শাহাদাত হোসেনসহ বিএনপি নেতাকর্মীদের জামিন দেন। এর আগেই ফেনীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ি বহরের পেছনে বিস্ফোরণের ঘটনায় দায়ের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। ওই মামলায় মঙ্গলবার (১৩ মার্চ) জামিন পাওয়ার পর আজ  বুধবার তিনি কারাগার থেকে ছাড়া পান।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশের পর্দায় ক্রিস্টোফার নোলানের দুই ছবি
দেশের পর্দায় ক্রিস্টোফার নোলানের দুই ছবি
বজ্রাঘাতে দুই জেলায় ৫ জনের মৃত্যু
বজ্রাঘাতে দুই জেলায় ৫ জনের মৃত্যু
ভাঙা হাটের দিন
ভাঙা হাটের দিন
ওটিটিতে উঠলো মস্কোজয়ী ‘আদিম’
ওটিটিতে উঠলো মস্কোজয়ী ‘আদিম’
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে