X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

চাঁদপুর-৪ আসনে মনোনয়নের দাবিতে সড়ক অবরোধ

ইব্রাহিম রনি, চাঁদপুর
০৮ ডিসেম্বর ২০১৮, ২০:২৩আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৮, ২০:৩৬

সড়কে ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়ার সমর্থকদের আগুন চাঁদপুরে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে আওয়ামী লীগ প্রার্থী হিসেবে ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়াকে মনোনয়ন দেওয়ার দাবিতে তারা সড়ক অবরোধ করেন। শনিবার (৮ ডিসেম্বর) দুপুরে উপজেলা সদরসহ বিভিন্ন স্থানে রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে, গাছ ফেলে সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন তারা।

এই আসনে প্রথমে বর্তমান এমপি ড. শামছুল হক ভূঁইয়াকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। এর দুই দিন পর জাতীয় প্রেসক্লাব সভাপতি মুহম্মদ শফিকুর রহমানকেও এ আসন থেকে মনোনয়ন দেওয়া হয়। বাছাইয়ে দুই প্রার্থীর মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করেন জেলা রিটার্নিং অফিসার। শুক্রবার (৭ ডিসেম্বর) শামছুল হক ভূঁইয়াকে বাদ দিয়ে চূড়ান্তভাবে মনোনয়ন দেওয়া হয় শফিকুর রহমানকে। এতে বিক্ষুব্ধ হয়ে ওঠে উপজেলা আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়ার সমর্থকদের সড়ক অবরোধ এরই জের ধরে শনিবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ নেতাকর্মীরা উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করে। পরে নেতাকর্মীরা চাঁদপুর-লক্ষ্মীপুর মহাসড়কের বাসস্ট্যান্ড, কালির বাজার চৌরাস্তা, গৃদকালিন্দিয়া বাজার, ভাটিয়ালপুর চৌরাস্তারসহ বিভিন্ন স্থানে রাস্তায় শুয়ে পড়ে। তারা গাছের গুঁড়ি ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করে। প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। তখন দুই পাশে যানবাহন আটকা পড়ে।

ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়ার সমর্থকদের সড়ক অবরোধ ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের পাটওয়ারী বলেন, ‘বর্তমান এমপি ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া গত ৫ বছর ধরে ফরিদগঞ্জে আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করেন। তিনি নির্বাচনে বিজয়ী হওয়ার অবস্থানও সৃষ্টি করেছেন। কিন্তু, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি তাকে মনোনয়ন না দিয়ে আসনটি হাতছাড়া করার ব্যবস্থা করেছে। আমরা অবিলম্বে প্রার্থিতা ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি। নয়তো আমরা আরও কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হবো।’ 

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মির্জা আব্বাসের ভাগ্নে আত্মসমর্পণের পর কারাগারে
মির্জা আব্বাসের ভাগ্নে আত্মসমর্পণের পর কারাগারে
কৌশলগত পারমাণবিক অস্ত্রের মহড়া চালাবে রাশিয়া
কৌশলগত পারমাণবিক অস্ত্রের মহড়া চালাবে রাশিয়া
প্রাথমিক বিদ্যালয় খুলছে কাল
প্রাথমিক বিদ্যালয় খুলছে কাল
আরও ২-৩ দিন পর্যবেক্ষণে থাকবে সুন্দরবনের আগুন লাগা এলাকা
আরও ২-৩ দিন পর্যবেক্ষণে থাকবে সুন্দরবনের আগুন লাগা এলাকা
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?