X
শুক্রবার, ১৬ মে ২০২৫
২ জ্যৈষ্ঠ ১৪৩২

মৃত্যু ফাঁদ বানাশুয়া রেল ব্রিজ

কুমিল্লা প্রতিনিধি
০৩ সেপ্টেম্বর ২০১৯, ১০:৩৮আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৯, ১০:৫২

বানশুয়া রেল ব্রিজ কুমিল্লার বানাশুয়া রেল ব্রিজ দিন দিন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। ব্রিজ এলাকায় ২২, ২৩ ও ২৫ আগস্ট চারজন নিহত হয়েছেন। ব্রিজে রেললাইনের পাশে ওয়াকওয়ে না থাকা, ব্রিজের পাশে বাজার, আবাসস্থল হওয়ায় দুর্ঘটনা বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

২৫ আগস্ট কুমিল্লা সদর উপজেলার বানাশুয়া রেল ব্রিজের নিচে গোমতী নদী থেকে শুভ বিকাশ চাকমা (৫০) নামের এক বৌদ্ধ ভিক্ষুর লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, ট্রেনের ধাক্কা লেগে ব্রিজ থেকে পড়ে তিনি নিহত হয়েছেন।

২৩ আগস্ট বানাশুয়া রেলসেতুর দক্ষিণ অংশে ট্রেনে কাটা পড়ে স্বপ্নীল হক আদিত্য (১৩) এবং সেতু রায় (১৪) নিহত হয়।

বানাশুয়া রেল ব্রিজ রেলওয়ে ও রেল পুলিশ সূত্রে জানা গেছে, বিভিন্ন কারণে এখানে দুর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে রেল ব্রিজটির আশেপাশে গোমতী নদীর তীরে কফি শপ গড়ে উঠেছে। এখানে মানুষের ভিড় হয়। কেউ সময় বাঁচাতে, কেউ শখ করে রেল ব্রিজ পাড়ি দেয়। ব্রিজের পাশে কোনও ওয়াকওয়ে নেই। ট্রেন আসলে একপাশে যাওয়ারও সুযোগ নেই। ব্রিজের দুই মাথায় দু’টি গুরুত্বপূর্ণ সড়ক থাকলেও নেই রেলগেট। এছাড়া ব্রিজের দক্ষিণ দিকটি ৪৫ ডিগ্রি বাঁক রয়েছে। লাইনের পাশে গাছ ও ঝোঁপ-ঝাড় থাকায় ট্রেন আসলে দেখার সুযোগ নেই। কুমিল্লা রেল স্টেশন দুই কিলোমিটার দূরে হওয়ায় ট্রেনের গতিও বেশি থাকে।

কুমিল্লা রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক মিজবাহুল আলম চৌধুরী জানান, এখানে দুর্ঘটনা আশঙ্কাজনক হারে বাড়ছে। এ বিষয়ে রেলওয়ে জেলা চট্টগ্রামের পুলিশ সুপার বরাবর চিঠি পাঠানো হয়েছে। সমস্যাগুলো চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করলে আশা করি দুর্ঘটনা কমবে।

বানাশুয়া রেল ব্রিজ রেলওয়ে কুমিল্লার ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পথ) লিয়াকত আলী মজুমদার বলেন,রেললাইন ও ব্রিজে হাঁটা চলা বেআইনি। কিন্তু বাজার,আবাসস্থল সব কিছু রেললাইনের পাশে করা হচ্ছে। যার কারণে দুর্ঘটনা বাড়ছে। বানাশুয়া রেল ব্রিজের স্থলে নতুন ব্রিজ হবে। সেখানে ব্রিজের পাশে ওয়াকওয়ে থাকবে। আশা করি এতে দুর্ঘটনা কমবে।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হয়েছে ‘নারীর ডাকে মৈত্রী যাত্রা’ 
শুরু হয়েছে ‘নারীর ডাকে মৈত্রী যাত্রা’ 
টেকনাফে তিন মাসে উদ্ধার ৯ লাখ ইয়াবা ধ্বংস
টেকনাফে তিন মাসে উদ্ধার ৯ লাখ ইয়াবা ধ্বংস
কানসৈকতে দেখা নির্মাতা অনুপম খেরের সঙ্গে
কানসৈকতে দেখা নির্মাতা অনুপম খেরের সঙ্গে
শাহজালালে দুর্ঘটনার কবলে বাংলাদেশ বিমানের ফ্লাইট
শাহজালালে দুর্ঘটনার কবলে বাংলাদেশ বিমানের ফ্লাইট
সর্বাধিক পঠিত
শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সতর্ক করে জরুরি নির্দেশনা মাউশির
শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সতর্ক করে জরুরি নির্দেশনা মাউশির
কমলো স্বর্ণের দাম, কার্যকর শুক্রবার থেকে
কমলো স্বর্ণের দাম, কার্যকর শুক্রবার থেকে
ফ্যাক্টরি পোড়ানোর হুমকি দেওয়া সেই বিএনপি নেতাকে বিমানবন্দর থেকে আটক
ফ্যাক্টরি পোড়ানোর হুমকি দেওয়া সেই বিএনপি নেতাকে বিমানবন্দর থেকে আটক
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অধ্যাদেশ অনুমোদন
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অধ্যাদেশ অনুমোদন
বাংলাদেশসহ ৫ রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশের অনুষ্ঠান স্থগিত করলো ভারত
বাংলাদেশসহ ৫ রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশের অনুষ্ঠান স্থগিত করলো ভারত