X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

মৃত্যুর গুজব ছড়িয়ে প্রতিপক্ষের বাড়িতে হামলা-ভাঙচুর

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৩ জুন ২০২০, ০৯:৫২আপডেট : ০৩ জুন ২০২০, ০৯:৫২

বাড়ি ভাঙচুর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার সূচীউড়ায় প্রতিপক্ষের হামলায় আহত সাহাবুদ্দিন (২৫) নামে এক যুবকের মৃত্যুর গুজব ছড়িয়ে ১০টি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। সোমবার (১ জুন)  রাতে উপজেলার গোকর্ণ ইউনিয়নের জেঠাগ্রামে এই হামলার ঘটনা ঘটে।

এ ঘটনা নিয়ে মঙ্গলবার (২ জুন) সকালে দু’পক্ষের মধ্যে সংর্ঘষ হয়।

মঙ্গলবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষ খোঁজ নিয়ে জানা গেছে, ধান মাড়াইকে কেন্দ্র করে ১৮ এপ্রিল রাতে সূচীউড়ায় নাগরের গোষ্ঠী ও বড়বাড়ির গোষ্ঠীর লোকজনের মধ্যে সংর্ঘষ হয়। এতে পুলিশসহ ৬৫ জন আহত হয়। ওই ঘটনার মোট তিনটি মামলা করা হয়। সোমবার রাতে ইসহাক মিয়া থানা থেকে পুলিশকে সঙ্গে নিয়ে সুচীউড়া গ্রামে যায়। এসময় রাস্তায় দাঁড়িয়ে থাকা প্রতিপক্ষ সাহাবুদ্দিনের ওপর হামলা চালায় ইসহাক মিয়াসহ তার দলের লোকেরা। আহত অবস্থায় তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

বাড়িতে জিনিসপত্র ভাঙচুর এদিকে সাহাবুদ্দিন মারা গেছে এমন গুজব এলাকায় ছড়িয়ে রাতে তার পক্ষের লোকেরা প্রতিপক্ষের ইসহাক মিয়ার পক্ষের কমপক্ষে ১০টি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট করে। এ ঘটনার মঙ্গলবার সকালেও আবার উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

এ বিষয়ে গোকর্ণ ইউপি চেয়ারম্যান ছোয়াব আহমেদ হৃতুল জানান, সাহাবুদ্দিনের মৃত্যুর গুজবে রাতে প্রতিপক্ষের বাড়িঘরে হামলা-ভাঙচুর ঘটনা ঘটেছে। এমন খবর পেয়ে সকালে পুলিশসহ আমি বেশ কিছু বাড়িঘর পরিদর্শন করে দেখেছি। 

বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর

এ ব্যাপারে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান জানান, সাহাবুদ্দিন নামে এক যুবকের মৃত্যুর গুজবে রাতে প্রতিপক্ষের বাড়িঘরে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ বিষয়ে তদন্ত চলছে। ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে থানায় অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৫ মে, ২০২৪)
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ