X
সোমবার, ২০ মে ২০২৪
৬ জ্যৈষ্ঠ ১৪৩১

চট্টগ্রামে ব্যক্তি উদ্যোগে আইসোলেশন সেন্টার স্থাপন রেজাউল করিমের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৮ জুন ২০২০, ১৭:০৫আপডেট : ২৮ জুন ২০২০, ১৭:০৬

মহিবুল হাসান চৌধুরী নওফেল ও রেজাউল করিম চৌধুরীর সঙ্গে দলের অন্য নেতারা করোনা রোগীদের চিকিৎসার জন্য চট্টগ্রামে ব্যক্তিগত উদ্যোগে ১০০ শয্যার করোনা আইসোলেশন সেন্টার স্থাপন করেছেন নগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মুক্তিযোদ্ধা এম. রেজাউল করিম চৌধুরী। নগরীর বাকলিয়ার তুলাতলীর ওয়েডিং পার্ক কমিউনিটি সেন্টারে এটি স্থাপন করা হচ্ছে। 

শনিবার (২৭ জুন) আইসোলেশন সেন্টারটির উদ্বোধন করেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

'মুক্তি করোনা আইসোলেশন সেন্টার' নামের এই সেন্টারে এখন ৭০ শয্যায় রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হবে। পরে এটিকে ১০০ শয্যায় উন্নীত করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা। আইসোলেশন সেন্টারে  আট জন ডাক্তার, ১৬ জন নার্স, আট জন ওয়ার্ড বয়, দুই জন আয়া, দুই জন ক্লিনার ও চার জন সিকিউরিটি গার্ড রোগীদের সেবায় নিয়োজিত থাকবেন বলে তারা জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, 'রেজাউল করিম চৌধুরী রাষ্ট্রীয় কোনও দায়িত্বে নেই। এরপরও ব্যক্তিগত উদ্যোগে আইসোলেশন সেন্টার স্থাপন করে বড় মানসিকতার পরিচয় দিয়েছেন।'

শিক্ষা উপমন্ত্রী আরও বলেন, 'দেশের মধ্যে চট্টগ্রাম সিটিতেই প্রথম স্বাস্থ্যসেবা নিশ্চিতে এবিএম মহিউদ্দিন চৌধুরী ওয়ার্ডে ওয়ার্ডে আরবান হেলথ কেয়ার করেছেন। আমি অনুরোধ করবো, রেজাউল করিম চৌধুরী নির্বাচিত হলে, তিনিও যেন সেই ধারা অব্যাহত রাখেন। নির্বাচিত হলে চট্টগ্রামে একটি বিশেষায়িত হাসপাতাল করেন।'

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—নগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র পদপ্রার্থী মুক্তিযোদ্ধা এম. রেজাউল করিম চৌধুরী, চট্টগ্রাম মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ডা. নাসির উদ্দিন মাহমুদ, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. শেখ শফিউল আজম, বিএমএ’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. আ ম ম মিনহাজুর রহমান, সাবেক সিভিল সার্জন ডা. সরফরাজ খান, মুক্তিযোদ্ধা ফেরদৌস হাফিজ খান রুমু, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান এমএ মনছুর, কাউন্সিলর হারুন উর রশিদ, শহিদুল আলম  প্রমুখ।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লিচু নিয়ে দুশ্চিন্তায় চাষিরা
লিচু নিয়ে দুশ্চিন্তায় চাষিরা
টিভিতে আজকের খেলা (২০ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২০ মে, ২০২৪)
সাপ্তাহিক ডিজিটাল সেভিংস সেবা চালু করলো বিকাশ
সাপ্তাহিক ডিজিটাল সেভিংস সেবা চালু করলো বিকাশ
একান্ত আলাপে অস্কারজয়ীর মুখে লালন ফকির থেকে শেখ হাসিনা...
কান উৎসব ২০২৪সোনার বাংলা, আই ওয়ান্ট টু ভালোবাসি: এ আর রাহমান
সর্বাধিক পঠিত
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
আগামী ৩ দিন হতে পারে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ
আগামী ৩ দিন হতে পারে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ