X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

নির্মাণাধীন সেতুর গার্ডার ধসে আহত ২

রাঙামাটি প্রতিনিধি
১৬ মার্চ ২০২১, ১২:২৭আপডেট : ১৬ মার্চ ২০২১, ১২:২৭

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার কাচালং নদীর ওপর নির্মাধীণ ৪০৯ ফুট দৈর্ঘ্যের সেতুটির গার্ডার দ্বিতীয়বারের মতো ধসে পড়েছে। সোমবার (১৫ মার্চ) রাতে এই ঘটনা ঘটে। এই ঘটনায় মো. ইউছুফ ও মো. সবুজ নামে দুই নির্মাণ শ্রমিক আহত হয়েছেন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠান। আহত দুই জনের বাড়িই জামালপুর। দুই বছর আগে সেতুটির অন্য একটি গার্ডার ভেঙে পড়েছিল। এদিকে দুর্ঘটনার পর সকালে খাগড়াছড়ি সড়ক বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয় মনসুর আলী জানান, সেতু নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় এ পর্যন্ত দুইবার গার্ডার ভেঙে পড়েছে। এছাড়া কাজের ধীর গতির কারণে সাধারণ মানুষের চলাচলে অসুবিধা হচ্ছে।

নির্মাণাধীন সেতুর গার্ডার ধসে আহত ২ খাগড়াছড়ি সড়ক বিভাগ জানায়, ১১ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে সড়ক ও জনপদ বিভাগ ২০১৬ সালের ১১ জানুয়ারি এই সেতু তৈরির কাজ শুরু করে। ২০১৯ সালের ১ জানুয়ারি কাজ শেষ করার কথা ছিল। কুমিল্লা জেলার ঠিকাদারি প্রতিষ্ঠান রানা বিল্ডার্স সেতুটি নির্মাণ করছে। এর আগেও একবার গার্ডারটি ভেঙে পড়েছিল।

খাগড়াছড়ি সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সবুজ চাকমা জানান, এটি একটি দুর্ঘটনা। শ্রমিকরা রাতে কাজ করার সময় একটি গার্ডার কাত হয়ে পড়ে এবং একটি রেডি গার্ডার নিচে ধসে পড়েছে। সেন্টারিংয়ের কোনও সমস্যার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানান তিনি।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জনগণের ভোটাধিকার নিশ্চিত করেই আ.লীগ ক্ষমতায় এসেছে: ওবায়দুল কাদের
জনগণের ভোটাধিকার নিশ্চিত করেই আ.লীগ ক্ষমতায় এসেছে: ওবায়দুল কাদের
গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ নয়, উন্নয়নের অপপ্রচার করলে ব্যবস্থা
মুক্ত গণমাধ্যম দিবসের সভায় তথ্য প্রতিমন্ত্রীগণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ নয়, উন্নয়নের অপপ্রচার করলে ব্যবস্থা
‘মা ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ’
‘মা ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ’
সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী মারা গেছেন
সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী মারা গেছেন
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ