X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

বাসায় ডেকে নিয়ে ২ যুবকের নগ্ন ভিডিও ধারণ, দুই নারীসহ গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২২ এপ্রিল ২০২১, ২১:৫৯আপডেট : ২২ এপ্রিল ২০২১, ২২:০০

প্রেমের ফাঁদে ফেলে দুই যুবককে বাসায় ডেকে এনে নগ্ন ছবি তুলে টাকা দাবির অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২১ এপ্রিল) ভোর রাতে নগরীর পাহাড়তলী থানার একতা আবাসিক এলাকা থেকে দুই নারীসহ কথিত ওই সাংবাদিককে গ্রেফতার করা হয়।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পশ্চিম) পলাশ কান্তি নাথ এ তথ্য জানিয়েছেন। জিম্মি দুই যুবকের কাছ থেকে সুনির্দিষ্ট অভিযোগ পাবার পর তাদের তিনজনকে গ্রেফতার করা হয় বলে তিনি জানান।

গ্রেফতার তিনজন হলেন- মাসুদ রানা (৩৫), লক্ষ্মী রানী দাশ (৩৪) ও নার্গিস আক্তার (২১)।

এদের মধ্যে মাসুদ নিজেকে সিটিজি ক্রাইম টিভি নামে একটি অনলাইন টেলিভিশন এবং ভোরের জানালা নামে একটি পত্রিকার সাংবাদিক হিসেবে পরিচয় দেন বলে জানিয়েছে পুলিশ।

পলাশ কান্তি নাথ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মাসুদ নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে বাসাটি ভাড়া নিয়েছিল। সেখানে নার্গিস ও লক্ষ্মীকে দিয়ে বিভিন্ন বয়সী লোকজনকে এনে জিম্মি করে টাকা আদায় করেন। ভিকটিম দুই যুবককে প্রেমের ফাঁদে ফেলে বুধবার রাতে তাদের ওই বাসায় নিয়ে যাওয়া হয়। তারা বাসায় প্রবেশের পর মাসুদ ও লক্ষ্মী নিজেদের পুলিশ পরিচয় দিয়ে তাদের গায়ের কাপড় খুলে ফেলে এবং নার্গিসের সাথে আপত্তিকর ছবি তুলতে বলে ভিডিও করা শুরু করে।

তিনি আরও বলেন, একপর্যায়ে তাদের কাছ থেকে এক লাখ টাকা দাবি করে। না হয় পুলিশে দেওয়ার হুমকি দেয়। এক পর্যায়ে তারা দৌড়ে বাসা থেকে বের হয়ে অন্যান্য বাসায় কলিং বেল বাজান। বাড়িওয়ালা দরজা খুলে গায়ে নগ্ন দুই যুবককে দেখতে পান। পরে ঘটনা শুনে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে। এ সময় ওই বাসা থেকে একটি খেলনা পিস্তল, দুটি ছুরি ও ২৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিয়াবাতেকে ছাড়া জিততে ব্যর্থ মোহামেডান, ৫ গোলের ম্যাচে ব্রাদার্সের চমক
দিয়াবাতেকে ছাড়া জিততে ব্যর্থ মোহামেডান, ৫ গোলের ম্যাচে ব্রাদার্সের চমক
সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করছেন, ব্যতিক্রম থাকতেই পারে
মুক্ত গণমাধ্যম দিবসে প্রেস কাউন্সিলের চেয়ারম্যানসাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করছেন, ব্যতিক্রম থাকতেই পারে
জন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
দারুণ সেঞ্চুরিতেও রাব্বির কাছে ম্লান সাকিব
দারুণ সেঞ্চুরিতেও রাব্বির কাছে ম্লান সাকিব
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ