X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে চিকিৎসা নেওয়া অধিকাংশ দ.আফ্রিকান ভ্যারিয়েন্টে আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৩ জুন ২০২১, ১৪:৩৯আপডেট : ১৩ জুন ২০২১, ১৪:৩৯

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের অধিকাংশ দক্ষিণ আফ্রিকায় পাওয়া করোনাভাইরাসের বেটা ভ্যারিয়েন্টে আক্রান্ত ছিলেন। সম্প্রতি ওই হাসপাতালে আসা ২৪ জন কোভিড রোগীর নমুনার জিনোম সিকোয়েন্স করে এই তথ্য পাওয়া যায়। আক্রান্তদের মধ্যে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকার দুই ডোজ নেওয়া পাঁচ জন রোগীও ছিলেন। হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডা. আবদুর রব মাসুম এ তথ্য জানিয়েছেন।

বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, একটি গবেষণার অংশ হিসেবে চলতি বছরের এপ্রিল ও মে মাসের মাঝামাঝি সময় পর্যন্ত চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা ২৪ জন করোনা রোগীর জিনোম সিকোয়েন্স করা হয়। এদের মধ্যে ১০ জন রোগী আইসিইউতে ভর্তি ছিলেন। বাকি ১৪ জন মৃদু বা মধ্যম মাত্রায় অসুস্থ ছিলেন। তারা আইসোলেশনে থেকে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকার দুই ডোজ নেওয়া পাঁচ জন রোগীও ছিলেন।

তিনি আরও বলেন, এই ২৪ জনের জিনোম সিকোয়েন্স করে দেখা যায়- আইসিইউতে ভর্তি জটিল রোগীদের ৮০ শতাংশই দক্ষিণ আফ্রিকায় পাওয়া করোনভাইরাসের বেটা ভ্যারিয়েন্টে আক্রান্ত। মৃদু মাত্রায় অসুস্থ বাকি ১৪ জনের অধিকাংশও একই ভ্যারিয়েন্টে আক্রান্ত ছিলেন। তাদের প্রায় ৭৫ শতাংশ বেটা ভ্যারিয়েন্টে আক্রান্ত ছিলেন। বাকি ২৫ শতাংশ ব্রিটেনে পাওয়া আলফা ভ্যারিয়েন্টে আক্রান্ত ছিলেন বলে জানান তিনি।

ঢাকার চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের তত্ত্বাবধানে জেনারেল হাসপাতাল এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনলজি বিভাগের গবেষকরা এ গবেষণা কাজ পরিচালনা করছেন।

সিএইচআরএফের গবেষক ড. সেঁজুতি সাহার নেতৃত্বে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. আদনান মান্নানের তত্ত্বাবধানে এ অনুসন্ধানে প্রধান গবেষক হিসেবে কাজ করছেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের কোভিড ইউনিটের চিকিৎসক ডা. এইচ এম হামিদুল্লাহ মেহেদী ও সিনিয়র কনসালট্যান্ট ডা. আবদুর রব। তাদের সহযোগিতা করেন একই হাসপাতালের ডা. মিনহাজুল হক ও ডা. রাজদীপ বিশ্বাস।

গবেষণার ফলাফল সর্ম্পকে জানতে চাইলে ড. আদনান মান্নান বাংলা ট্রিবিউনকে বলেন, আমাদের গবেষণা কর্মটি এখনও পুরোপুরি শেষ হয়নি। আমরা ১০০ জন করোনা রোগীর নমুনা সংগ্রহ করেছি। সেগুলোর জিনোম সিকোয়েন্স করার কাজ চলছে। ইতোমধ্যে জেনারেল হাসপাতালে ২৪টি সিকোয়েন্সের কাজ শেষ হয়েছে। বাকিগুলো শেষ হলে আমরা গবেষণার পূর্ণাঙ্গ ফলাফল দিতে পারবো।

তিনি আরও বলেন, মাত্র ২৪টি নমুনার জিনোম সিকোয়েন্স করে একটি সিদ্ধান্ত উপনীত হওয়া সম্ভব নয়। সবগুলো নমুনার জিনোম সিকোয়েন্স শেষ হলে সিদ্ধান্তে পৌঁছানো যাবে বলে মন্তব্য করেন তিনি।

 

/টিটি/
সম্পর্কিত
কয়েদির ‘আত্মহত্যা’, থানায় মামলা করলো কারা কর্তৃপক্ষ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
কয়লা সংকটে বন্ধ হলো এসএস পাওয়ার প্ল্যান্ট
সর্বশেষ খবর
গোপনে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র
গোপনে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ ২৯ এপ্রিল
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ ২৯ এপ্রিল
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ক্যাসিনো কাণ্ডের ৫ বছর পর আলো দেখছে ইয়ংমেন্স ও ওয়ান্ডারার্স
ক্যাসিনো কাণ্ডের ৫ বছর পর আলো দেখছে ইয়ংমেন্স ও ওয়ান্ডারার্স
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি