X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

কাপ্তাই হ্রদের তীরে ধস, ভেঙে পড়েছে ৫ দোকান

রাঙামাটি প্রতিনিধি
০৫ জুলাই ২০২১, ১২:৩৭আপডেট : ০৫ জুলাই ২০২১, ১২:৩৭

রাঙামাটিতে কাপ্তাই হ্রদের তীর ধসে পাঁচটি দোকানঘর ভেঙে পড়েছে। তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। এসময় দোকানে রক্ষিত জিনিসপত্র ও আসবাবপত্রের ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার (৫ জুলাই) সকালে শহরের রিজার্ভ বাজার এলাকায় এই ঘটনা ঘটে। শহরের মূল সড়ক ও আশপাশের কিছু ভবনও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। 

ক্ষতিগ্রস্ত দোকানিরা জানান, কয়েকদিন ধরে টানা বর্ষণে সড়কের পাশ দিয়ে পানি
প্রবেশ করায় গত কিছুদিন ধরে দোকানগুলো ক্রমশ ফাঁকা হয়ে যাচ্ছিলো। মাটি নরম হয়ে যাওয়া এমন হয়। আমরা এই বিষয়টি মালিককে অবগত করি। পরে সকালে মাটি সরে গেলে সবগুলো দোকান একসঙ্গে ভেঙে পড়ে।

তারা অভিযোগ করেন, দোকানগুলোর নিচের অংশে কাপ্তাই হ্রদের পাশে জেলা পরিষদ কর্তৃক একটি বহুতল ভবন নির্মাণের কাজ চলছিল। দোকানগুলোর নিচের অংশ থেকে মাটি কাটার ফলে এমন দুর্ঘটনা ঘটেছে। 

ক্ষতিগ্রস্ত দোকানদার মো. সেলিম মিয়া বলেন, আমাদের দোকানের নিচে জেলা পরিষদের ভবন নির্মাণের কাজ চলছে। তারা আমাদের দোকানের নিচের অংশ থেকে মাটি কাটার ফলে
দোকানগুলো ঝুঁকিপূর্ণ হয়ে যায়। টানা বৃষ্টির ফলে কয়েকদিন ধরে ফাটল দেখা দেয়। পরে সকালে দোকানগুলো ভেঙে পড়ে।

আরেক দোকানি সুভাষ মল্লিক জানান, ফাটল দেখা দেওয়ায় সকালে মালিককে জানালে তিনি নিজ দায়িত্বে সংস্কার করার কথা জানান। আমরাও তার উদ্যোগ নিয়ে কাজ করার প্রস্তুতি নেওয়ার সময়ই দোকান ভেঙে পড়ে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানায়, দোকানগুলোর পাশেই একটি বড় দালান নির্মাণ করা হচ্ছে। গত কিছুদিন ধরে বৃষ্টি হওয়ার কারণে দোকানগুলোর মাটি নরম হয়ে পড়লে সকালে কোনও কারণ ছাড়াই ভেঙ পড়ে। দিনের বেলায় হওয়ায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। তবে দোকানগুলো সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. বেলাল হোসেন জানান, ঘটনার খবর পেয়ে উদ্ধার কাজে অংশ নেন ফায়ার সার্ভিস কর্মীরা। তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
শেখ জামালের জন্মদিন আজ
শেখ জামালের জন্মদিন আজ
জাতীয় আইনগত সহায়তা দিবস আজ
জাতীয় আইনগত সহায়তা দিবস আজ
উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও ৩ নেতাকে বহিষ্কার বিএনপির
উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও ৩ নেতাকে বহিষ্কার বিএনপির
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু