X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

মিরসরাইয়ের ২৫ দল-সমিতির কাছে বিআরডিবির পাওনা সাড়ে ৩৬ লাখ 

মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা
২২ জুলাই ২০২১, ০৮:৫৬আপডেট : ২২ জুলাই ২০২১, ০৮:৫৬

মিরসরাই উপজেলায় কৃষিঋণ কর্মসূচির আওতায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) বিতরণ করা ঋণের মোট ৩৬ লাখ ৭৪ হাজার ৮৮৯ টাকা দীর্ঘদিন বকেয়া রয়েছে। বিআরডিবি স্থানীয় ১৫টি সমিতি ও সদাবিক কর্মসূচির ১০টি দলের কাছে এই টাকা পাওনা রয়েছে। সমিতিগুলোকে ঋণ খেলাপি ঘোষণা করে একাধিক নোটিশ দিয়েও টাকা ফেরত পাওয়া যায়নি। এ অবস্থায় সমিতিগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা মাসিক সমন্বয় মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী মিরসরাই থানায় লিখিত আবেদন করেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা। তবে থানায় একাধিক চিঠি দিয়েও টাকা আদায়ে পুলিশের যথাযথ সহায়তা পাওয়া যায়নি বলে অভিযোগ উঠেছে।

উপজেলা পল্লী উন্নয়ন অফিস সূত্রে জানা যায়, কৃষিঋণ কর্মসূচির আওতায় উপজেলার ১৫টি সমিতির কাছে মাট ৪৪ লাখ ৮৫ হাজার টাকা ঋণ বিতরণ করে বিআরডিবি। তবে বর্তমানে বকেয়া রয়েছে মোট ৩০ লাখ ৬৭ হাজার ৩৫ টাকা।

অন্যদিকে সদাবিক কর্মসূচির আওতায় উপজেলার দশটি দলকে ১৫ লাখ ৩১ হাজার টাকা ঋণ বিতরণ করা হলেও বকেয়া রয়েছে ছয় লাখ সাত হাজার ৮৫৪ টাকা।

জানা গেছে, ঋণ প্রদানের মূল লক্ষ্য ছিল গ্রামীণ মাঝারি, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদেরকে সমবায় সমিতির আওতায় সংগঠিত করে কৃষির আধুনিকায়ন, উৎপাদন বৃদ্ধি ও খাদ্যে স্বয়সম্পূর্ণতা অর্জন করা। পরবর্তীতে ১৯৭৫ সালে মহিলা উন্নয়নের লক্ষ্যে বিশেষ প্রকল্প/কার্যক্রম চালু করা হয়। আশির দশকের শেষের দিকে গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি, আয় বৃদ্ধি ও তাদের আর্থ-সামাজিক জীবন মানের উন্নয়নের প্রতি গুরুত্বারোপ করে দারিদ্র্য বিমোচন প্রকল্প/কর্মসূচি গ্রহণ করা হয়।

উপজেলায় মূল কর্মসূচি উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি প্রকল্পে ১০৮টি, মুক্তিযোদ্ধা প্রকল্প ব্যক্তি পর্যায়ে, সমন্বিত দারিদ্র বিমোচন কর্মসূচি প্রকল্পে ৩৩টি সমিতি, পল্লী প্রগতি প্রকল্পে ১২ টি সমিতি, আদর্শগ্রাম প্রকল্পে একটি সমিতি, অপ্রদান শষ্য প্রকল্পে চারটি সমিতি রয়েছে। সমিতিগুলোর কাছে সরকারের প্রায় এক কোটি ২০ লাখ টাকা বকেয়া রয়েছে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সমিতির টাকা সংগ্রহ না হওয়ার অন্যতম কারণ জনবল সংকট। উপজেলার বিআরডিবি অফিসে বিভিন্ন প্রকল্পে ৯ জন মাঠ পর্যায়ের কর্মচারীর মধ্যে দুই জন কর্মরত আছেন। এছাড়া প্রকল্পগুলো কর্মরত কর্মীদের সরকারি রাজস্ব বিভাগ থেকে কোনও বেতন হয় না। প্রকল্পে সরকারি বিনিয়োগকৃত ঋণের টাকার আদায়কৃত সুদ থেকে মাঠ পর্যায়ের কর্মীদের বেতন দেওয়ার বিধান রয়েছে। ফলে অনেক প্রকল্প থেকে ঋণের টাকা যথা সময়ে আদায় না হওয়ায় অনেক কর্মী কিছুদিন কাজ করলেও চাকরি ছেড়ে চলে যান। এছাড়া বর্তমানে দেশের তফশিলি ব্যাংকগুলোকে সুদের হার সিঙ্গেল ডিজিটে করার নির্দেশনা থাকলেও বিআরডিবি এখনো ১১ শতাংশ হারে সুদ নিচ্ছে। তাই বিভিন্ন উদ্যোক্তা ও কৃষকরা সরকারি এই সুবিধা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন।

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মনসুর আহমদ তালুকদার বলেন, উপজেলায় কৃষি ঋণ কর্মসূচির আওতায় ১৫টি সমিতি ও সদাবিক কর্মসূচির আওতায় ১০টি দলের কাছে দেওয়া ঋণের মোট ৩৬ লাখ ৭৪ হাজার ৮৮৯ টাকা দীর্ঘদিন বকেয়া রয়েছে। সমিতিগুলোকে ঋণ খেলাপি ঘোষণা করে পাওনা টাকা পরিশোধে একাধিক নোটিশ দিলেও তারা এ বিষয়ে কোনও পদক্ষেপ নেয়নি। সমিতিগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য গত ৩১ জানুয়ারি উপজেলার মাসিক সমন্বয় মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয় বলেও জানান তিনি। যেখানে মিরসরাইয়ের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপিও উপস্থিত ছিলেন। পরবর্তীতে সমিতিগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর গত ৩ মার্চ লিখিত আবেদন করেও পুলিশের কোনও সহায়তা পাওয়া যায়নি বলে অভিযোগ করেন তিনি।

অবশ্য এরআগেও কয়েকবার থানায় লিখিত আবেদন করেছেন বলে তিনি জানান।

তিনি আরও বলেন, উপজেলার বিভিন্ন সমিতির কাছে বর্তমানে প্রায় এক কোটি ২০ লাখ টাকা বকেয়া রয়েছে। মাঠ পর্যায়ের কর্মী সংকট, কর্মীদের বেতনের নিশ্চয়তা না থাকায় ঋণের টাকা যথাসময়ে আদায় করা সম্ভব হচ্ছে না বলে দাবি করেন এই কর্মকর্তা। বিগত ৮ বছর ধরে উপজেলায় মাঠ সহকারী ও মাঠ সংগঠকের পদ শূন্য রয়েছে বলেও জানান তিনি।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, পল্লী উন্নয়ন বোর্ড উপজেলার বিভিন্ন সমিতির কাছে টাকা পাওয়ার বিষয়টি মৌখিকভাবে জানিয়েছিল। যারা ঋণ খেলাপি হয়েছে তাদের থেকে আপসে টাকা সংগ্রহ করা সম্ভব নয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে বলে জানান তিনি।

 

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইতালির নাগরিক তাবেলা সিজার হত্যা: ৩ জনের যাবজ্জীবন, খালাস ৪
ইতালির নাগরিক তাবেলা সিজার হত্যা: ৩ জনের যাবজ্জীবন, খালাস ৪
‘আমরা দেখিয়েছি কীভাবে ফিল্ডিংয়ে ম্যাচের গতিপথ বদলানো যায়’
‘আমরা দেখিয়েছি কীভাবে ফিল্ডিংয়ে ম্যাচের গতিপথ বদলানো যায়’
জাতিসংঘের আবাসিক সমন্বয়কের নিয়োগ বাতিলের দাবি মামুনুল হকের
জাতিসংঘের আবাসিক সমন্বয়কের নিয়োগ বাতিলের দাবি মামুনুল হকের
টেলিকম খাতে নতুন নীতিমালা নিয়ে বিএনপির উদ্বেগ
টেলিকম খাতে নতুন নীতিমালা নিয়ে বিএনপির উদ্বেগ
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল