X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

১০ ইউপিতে ৬২ জন চেয়ারম্যান প্রার্থী, আ.লীগ থেকে বহিষ্কার ১৫

উজ্জল চক্রবর্তী, ব্রাহ্মণবাড়িয়া
০১ জানুয়ারি ২০২২, ২৩:০১আপডেট : ০১ জানুয়ারি ২০২২, ২৩:০১

আগামী ৫ জানুয়ারি পঞ্চম ধাপে অনুষ্ঠিত হবে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ১০ ইউনিয়ন পরিষদের নির্বাচন। প্রতীক বরাদ্দের পর বেশ জোরেশোরে প্রচার-প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা। তবে অধিকাংশ ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী থাকায় অস্বস্তিতে আছেন আওয়ামী লীগের প্রার্থীরা। ইতোমধ্যে ১৫ জন বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করেছে জেলা আওয়ামী লীগ।

খোঁজ নিয়ে জানা যায়, সদর উপজেলার ১০ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিভিন্ন রাজনৈতিক দলের ৬২ জন প্রার্থী। এর মধ্যে কয়েকটি ইউনিয়নে বিএনপি নেতারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে দলীয় প্রার্থীদের পক্ষে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

মজলিশপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. তাজুল ইসলাম (নৌকা), বিদ্রোহী প্রার্থী মো. শরিফুল ইসলাম (চশমা), স্বতন্ত্র আশরাফুল ইসলাম (আনারস), বিএনপি নেতা স্বতন্ত্র প্রার্থী মো. নাছির (মোটরসাইকেল) ও স্বতন্ত্র মো. মিজানুর রহমান (ঘোড়া)।

বুধল ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ মনোনীত মো. আবদুল হক (নৌকা), বিদ্রোহী প্রার্থী মো. আবদুল হামিদ (আনারস), বিদ্রোহী মনিরুজ্জামান (চশমা), স্বতন্ত্র মো. মিজান মিয়া  (টেলিফোন), ইসলামী ঐক্যজোটের আতিকুর রহমান (মোটরসাইকেল), বিএনপি নেতা স্বতন্ত্র প্রার্থী আবদুল্লাহ আল রাকিব (ঘোড়া), ইসলামী আন্দোলনের হুমায়ুন কবির (হাতপাখা) ও স্বতন্ত্র প্রার্থী মো. ইলিয়াছ (অটোরিকশা)।

সুহিলপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীরা হলেন আওয়ামী লীগ মনোনীত আবদুর রশীদ ভূঁইয়া (নৌকা), স্বতন্ত্র প্রার্থী মো. শফিকুল ইসলাম (চশমা), বিএনপি নেতা স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান খান (ঘোড়া), বিএনপির আরেক নেতা স্বতন্ত্র প্রার্থী মো. আলাউদ্দিন (আনারস), স্বতন্ত্র মো. আবদুল মতিন মুন্সী (মোটরসাইকেল) ও ইসলামী আন্দোলনের মো. মোস্তাক (হাতপাখা)।

নাটাই উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করছেন আওয়ামী লীগ মনোনীত মো. হাবিবুল্লাহ বাহার (নৌকা), বিদ্রোহী প্রার্থী মো. হালিম শাহ লিল মিয়া (আনারস), বিদ্রোহী মো. মোবারক হোসেন (টেলিফোন), বিদ্রোহী আমির হোসেন (মোটরসাইকেল), জাতীয় পার্টির রাশেদ মিয়া (লাঙল), স্বতন্ত্র  কেফায়েত (ঘোড়া), স্বতন্ত্র আবু সাঈদ (চশমা), স্বতন্ত্র হামদু মিয়া (রজনী গন্ধা) ও ইসলামী আন্দোলনের মো. রজব আলী (হাতপাখা)।

তালশহর পূর্ব ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করছেন আওয়ামী লীগ মনোনীত আবদুস সালাম (নৌকা), বিদ্রোহী প্রার্থী এনামুল হক (মোটরসাইকেল), বিদ্রোহী আল আমিন (টেলিফোন), বিদ্রোহী জায়েদুল কবির (ঘোড়া), স্বতন্ত্র সাইফুল্লাহ (অটোরিকশা), বিএনপি নেতা স্বতন্ত্র প্রার্থী ফয়জুর রহমান (আনারস), স্বতন্ত্র প্রার্থী মনিরুল ইসলাম (চশমা) ও ইসলামী আন্দোলনের মো. পাভেল (হাতপাখা)।

বাসুদেব ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করছেন আওয়ামী লীগ মনোনীত এম আলম ভূঁইয়া (নৌকা), বিদ্রোহী নেছার উদ্দিন শেরশাহ (ঘোড়া), বিদ্রোহী আবদুল হাকিম মোল্লা (আনারস), স্বতন্ত্র নিজাম উদ্দিন ভূঁইয়া (চশমা), স্বতন্ত্র আয়নাল হক (টেলিফোন) ও ইসলামী আন্দোলনের জাফর আহমেদ (হাতপাখা)।

সাদেকপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করছেন আওয়ামী লীগ মনোনীত নাছির উদ্দিন (নৌকা), বিদ্রোহী সাইদুজ্জামান (আনারস), স্বতন্ত্র মুজিবুর রহমান (মোটরসাইকেল), বিএনপি নেতা জহিরুল ইসলাম (টেলিফোন), বিএনপি নেতা হারুন অর রশিদ (চশমা) ও স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান (ঘোড়া)।

রামরাইল ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করছেন আওয়ামী লীগ মনোনীত শাহাদাত খান (নৌকা), বিদ্রোহী মশিউর রহমান সেলিম  (আনারস), বিদ্রোহী শাহীন ভূঁইয়া বাবু (ঘোড়া) ও জাতীয় পার্টির আবুল কালাম (লাঙল)।

মাছিহাতা ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করছেন আওয়ামী লীগ মনোনীত আলামিনুল হক (নৌকা), স্বতন্ত্র মোশারফ হোসেন মুন্সী (আনারস) ও ইসলামী আন্দোলনের মাসুম (হাতপাখা)।

সুলতানপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করছেন আওয়ামী লীগ মনোনীত ওমর ফারুক (নৌকা), বিদ্রোহী শেখ মোহাম্মদ মহসিন (আনারস), বিদ্রোহী সুধীর চন্দ্র ঘোষ (ঘোড়া), জাতীয় পার্টির হোসেন মিয়া (লাঙল), ইসলামী আন্দোলনের আক্কাস মিয়া (হাতপাখা) ও স্বতন্ত্র গাজী শাহীন (চশমা)।

এদিকে, দল থেকে বার বার অনুরোধ করা সত্ত্বেও প্রার্থিতা প্রত্যাহার না করায় ১৫ বিদ্রোহীকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ। গত ২১ ডিসেম্বর তাদের দল থেকে বহিষ্কার করা হয়।

বহিষ্কৃতরা হলেন মজলিশপুর ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী মো. শরিফুল ইসলাম, বুধল ইউনিয়নের মো. আবদুল হামিদ ও মনিরুজ্জামান, নাটাই উত্তর ইউনিয়নের মো. হালিম শাহ লিল মিয়া, কাজী মো. মোবারক হোসেন ও আমির হোসেন, তালশহর পূর্ব ইউনিয়নে এনামুল হক ওসমান ও আল আমিন, বাসুদেব ইউনিয়নে নেছার উদ্দিন শেরশাহ ও আবদুল হাকিম মোল্লা, সাদেকপুর ইউনিয়নে সাইদুজ্জামান মাস্টার, রামরাইল ইউনিয়নে মশিউর রহমান সেলিম ও শাহীন ভূঁইয়া বাবু, সুলতানপুর ইউনিয়নে শেখ মোহাম্মদ মহসিন ও সুধীর চন্দ্র ঘোষ।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার বলেন, বিদ্রোহী প্রার্থী থাকায় কিছু কিছু জায়গায় আমাদের অস্বস্তি ছিল। তবে বিদ্রোহীদের দল থেকে বহিষ্কার করায় অস্বস্তি কেটে গেছে। দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে দলের মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করছেন।

/এএম/
সম্পর্কিত
নিপীড়ক শিক্ষকের স্থায়ী বহিষ্কারের দাবি ভুক্তভোগীর
শৃঙ্খলা ভঙ্গের দায়ে শাবিপ্রবি ছাত্রলীগের ৮ কর্মী বহিষ্কার
২২ ইউপিতে নির্বাচন ২৮ এপ্রিল
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা