চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় এসএল স্টিল নামে একটি শিপইয়ার্ডে জাহাজ থেকে পড়ে নিরাপত্তাকর্মী রণবিক্রম ত্রিপুরার (২৭) মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ জানুয়ারি) ভোরে মাদামবিবির হাট এলাকার ওই শিপইয়ার্ডে এ ঘটনা ঘটে। রণবিক্রম খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার খর্গপাড়া এলাকার বাসিন্দা।
সীতাকুণ্ড মডেল থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ‘ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত তিনি নিচে পড়ে গেছেন। তার মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
পুলিশ জানায়, রণবিক্রম ওই শিপইয়ার্ডে ভাঙার জন্য আনা স্ক্র্যাপ জাহাজের নিরাপত্তার দায়িত্বে ছিলেন। ইয়ার্ডের ৫ নম্বর নিরাপত্তা পোস্টের প্রহরী হিসেবে নিয়োজিত ছিলেন। শুক্রবার ভোরে কোনও একসময় জাহাজে ওঠেন। ভোর ৫টা ৪০ মিনিটে জাহাজ থেকে নামার সময় নিচে পড়ে যান। এ সময় শিপইয়ার্ডে কর্মরত অন্য শ্রমিকরা দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর সকাল সাড়ে ৮টায় তার মৃত্যু হয়।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্তব্যরত এএসআই আলাউদ্দিন তালুকদার বাংলা ট্রিবিউনকে জানান, স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।