X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

১৮ বছর পর গ্রেফতার সাজাপ্রাপ্ত শিবির ক্যাডার

চট্টগ্রাম সংবাদদাতা
২৪ জানুয়ারি ২০২২, ০১:০১আপডেট : ২৪ জানুয়ারি ২০২২, ০১:০১

রায় ঘোষণার পর সাজা থেকে বাঁচতে ১৮ বছর দুবাই পালিয়েছিলেন দেশজুড়ে আলোচিত অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরী হত্যা মামলার আসামি মহিউদ্দিন প্রকাশ মহিনউদ্দিন। গত বছরের ২৯ অক্টোবর গোপনে দেশেও ফিরে আসেন। ফের দুবাই ফিরে যাওয়ার আগ মুহূর্তে র‌্যাবের জালে ধরা পড়েছে এই আসামি।

শনিবার (২২ জানুয়ারি) রাতে নগরীর পাঁচলাইশ থানাধীন সুগন্ধা আবাসিক এলাকার বাসা থেকে মহিউদ্দিন প্রকাশ মহিনউদ্দিনকে গ্রেফতার করে র‌্যাবের একটি টিম। রবিবার (২৩ জানুয়ারি) গণমাধ্যমের কাছে তাকে গ্রেফতারের বিষয়টি জানানো হয়। দুর্ধষ শিবির ক্যাডার হিসাবে পরিচিত মহিউদ্দিন চট্টগ্রামের হাটহাজারি উপজেলার মন্দাকিনি গ্রামের এলাহী বক্সের ছেলে।

র‌্যাব জানায়, অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরী হত্যা মামলায় নিম্ন আদালতের রায়ে মহিউদ্দিনের যাবজ্জীবন কারাদণ্ড হয়। এরপর দুবাই পালিয়ে যায়। গত বছরের ২৯ অক্টোবর দেশে ফিরে আসে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে সুগন্ধার বাসা থেকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৭ এর হাটহাজারি ক্যাম্প কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মহিউদ্দিন দেশে অবস্থান করার খবর পাওয়ার পর থেকে বিভিন্নভাবে তার অবস্থান শনাক্ত করার চেষ্টা করা হয়। শনিবার রাতে তাকে গ্রেফতার করতে সক্ষম হই।’

তিনি বলেন, ২০০৩ সালে দ্রুত বিচার ট্রাইব্যুনালে এ হত্যা মামলার রায়ে মহিউদ্দিনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ হয়। রবিবার (২৩ জানুয়ারি) রাতের ফ্লাইটে মহিউদ্দিনের আবারও দুবাই চলে যাওয়ার কথা ছিল। দুবাই যাওয়ার আগে শনিবার করোনার সংক্রমণ পরীক্ষার জন্য নমুনাও জমা দিয়েছিল নগরীর একটি আরটিপিসিআর ল্যাবে। কিন্তু তার আগেই সে ধরা পড়ে।

উল্লেখ্য, ২০০১ সালে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার ক্ষমতায় আসার পর ওই বছরের ১৬ নভেম্বর সকালে চট্টগ্রাম নগরীর জামালখান এলাকার বাসায় ঢুকে অস্ত্রধারী সন্ত্রাসীরা নৃশংসভাবে গুলি করে নাজিরহাট কলেজের অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরীকে হত্যা করে। গুলিতে তার মাথার খুলির অর্ধেক অংশ ঝুলে পড়ে। বিভৎস ছবিটি তখনকার সময়ে গণমাধ্যমে ফলাও করে প্রচার করা হয়। চট্টগ্রামসহ সারা দেশে এ ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়। ঘটনার দিন হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামের বিভিন্ন স্থানে মিছিলও বের হয়।

গোপাল কৃষ্ণ মুহুরীকে হত্যার ঘটনায় তার স্ত্রী রেলওয়ে পূর্বাঞ্চলের তৎকালীন অডিট কর্মকর্তা উমা মুহুরী বাদী হয়ে নগরীর কোতোয়ালি থানায় মামলা দায়ের করেছিলেন। ২০০৩ সালের ৬ ফেব্রুয়ারি দ্রুত বিচার ট্রাইব্যুনাল থেকে চার আসামির মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়।। একই রায়ে মহিউদ্দিনসহ চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। চার জন খালাস পান।

/জেজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউআইইউতে ‘বাংলাদেশের সংবিধান এবং এর শাসন কাঠামো’ শীর্ষক লেকচার অনুষ্ঠিত
ইউআইইউতে ‘বাংলাদেশের সংবিধান এবং এর শাসন কাঠামো’ শীর্ষক লেকচার অনুষ্ঠিত
পাট শিল্পের উন্নয়নে জুট কাউন্সিল গঠন করা হবে
পাট শিল্পের উন্নয়নে জুট কাউন্সিল গঠন করা হবে
ছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় মাদ্রাসাশিক্ষকের ১০ বছরের কারাদণ্ড
ছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় মাদ্রাসাশিক্ষকের ১০ বছরের কারাদণ্ড
রেসিপি: মসুরের ডাল দিয়ে হাতে মাখা পুঁই শাক
রেসিপি: মসুরের ডাল দিয়ে হাতে মাখা পুঁই শাক
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়