X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

প্রদীপের স্ত্রীর বিরুদ্ধে সাক্ষ্য দিলেন আরও ৭ জন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৬ মার্চ ২০২২, ১৯:৫৭আপডেট : ০৬ মার্চ ২০২২, ১৯:৫৭

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশের স্ত্রী চুমকি কারনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলায় আরও সাত জন সাক্ষ্য দিয়েছেন। একই মামলায় ওসি প্রদীপ কুমার দাশের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ সাময়িক স্থগিত রেখেছেন আদালত।

রবিবার (৬ মার্চ) দুপুরে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মুন্সী আবদুল মজিদের আদালতে এ সাক্ষ্যগ্রহণ করা হয়। মামলার পর থেকে পলাতক রয়েছেন চুমকি কারন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মাহমুদুল হক বলেন, অবৈধ সম্পদ অর্জনের মামলায় চুমকি কারনের বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দিয়েছেন সাত জন। এর মধ্যে ছয় জন আয়কর কর্মকর্তা ও একজন বেসিক ব্যাংকের কর্মকর্তা। মামলায় এ পর্যন্ত ১১ জন সাক্ষ্য দিয়েছেন। পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২১ মার্চ দিন ধার্য করেছেন বিচারক। মামলার অপর আসামি প্রদীপের বিরুদ্ধে অভিযোগপত্র গঠন বাতিল চেয়ে হাইকোর্টের আদেশ আদালতে আসেনি। এজন্য তার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ স্থগিত করা হয়েছে।  

মেজর সিনহা হত্যা মামলায় প্রদীপ গ্রেফতার হওয়ার পর ২০২০ সালের ২৩ অগাস্ট দুদকের সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন বাদী হয়ে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে প্রদীপ ও তার স্ত্রী চুমকি কারনের বিরুদ্ধে মামলা করেন। তাদের বিরুদ্ধে ৩ কোটি ৯৫ লাখ ৫ হাজার ৬৩৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন ও মানিলন্ডারিংয়ের অভিযোগ আনা হয়েছে।

গত ২৬ জুলাই এই মামলার অভিযোগপত্র দাখিল করেন দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন। এরপর ১৫ ডিসেম্বর চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতে অভিযোগ গঠন হয়। সেদিন পলাতক আসামি চুমকির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

টেকনাফের শামলাপুর চেকপোস্টে ২০২০ সালের ৩১ জুলাই রাতে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এই মামলায় গত ৩১ জানুয়ারি পরিদর্শক লিয়াকত আলী ও সাবেক ওসি প্রদীপ কুমার দাশকে মৃত্যুদণ্ড দিয়েছেন কক্সবাজার জেলা আদালত।

/এএম/
সম্পর্কিত
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
প্রবাসীকে হত্যা মামলায় স্ত্রীসহ ৪ জনের মৃত্যুদণ্ড
সর্বশেষ খবর
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
ভিসা-পাসপোর্ট হারিয়ে প্রবাসী অজ্ঞান, ৯৯৯-এ কলে উদ্ধার
ভিসা-পাসপোর্ট হারিয়ে প্রবাসী অজ্ঞান, ৯৯৯-এ কলে উদ্ধার
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান
উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
গাজীপুর থেকে বিমানবন্দর যেতে সময় লাগবে ৪৪ মিনিট
গাজীপুর থেকে বিমানবন্দর যেতে সময় লাগবে ৪৪ মিনিট