বান্দরবানের নাইক্ষ্যংছড়ির দৌছড়ি ইউনিয়নের কুড়িক্ষ্যং এলাকায় বন্য শূকরের আক্রমণে আবু বক্কর সিদ্দিক (২১) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। বুধবার (৯ মার্চ) রাত ৮টার দিকে ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, ৭ মার্চ কক্সবাজার জেলার রামু উপজেলার কচ্ছপিয়া ইউপির দক্ষিণ মৌলভী কাটা এলাকার আবুল বাশারের ছেলে আবু বক্কর সিদ্দিকসহ ৪-৫ জন ওই এলাকায় বাড়ি নির্মাণের জন্য গাছ এবং বাঁশ কাটতে আসেন। তবে গতকাল রাত ৮টার সময় হঠাৎ বন্য শূকর আক্রমণ করে। দুর্গম এলাকা হওয়ায় সেখানেই আহত অবস্থায় পড়ে থেকে চিকিৎসার অভাবে তার মৃত্যু হয়।
এ বিষয়ে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানার ওসি টান্টু সাহা বলেন, ঘটনাস্থল দুর্গম হাওয়ার কারণে আমরা আজ খবর পেয়েছি। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়েছে। লাশ থানায় আনার পর বিস্তারিত জানা যাবে।