X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে নালায় পড়া ব্যক্তিকে জীবিত উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৭ মার্চ ২০২২, ১৫:৫৯আপডেট : ২৭ মার্চ ২০২২, ১৫:৫৯

চট্টগ্রামে নালায় পড়ে যাওয়া কাজল মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। রবিবার (২৭ মার্চ) দুপুরে তাকে উদ্ধার করা হয়। এর আগে দুপুর ১২টার দিকে নগরের চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট বাস টার্মিনাল এলাকার নালায় পড়ে যান তিনি।

কাজল মিয়া কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার জাফর আহমেদের ছেলে। বহদ্দারহাট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. বাহার উদ্দিন বলেন, ‘নালায় এক ব্যক্তি পড়ে যাওয়ার খবর পেয়ে দুপুর ১২টার দিকে ঘটনাস্থলে যাই। প্রায় ২০ মিনিট চেষ্টা চালিয়ে পড়ে যাওয়া ব্যক্তিকে নালা থেকে উদ্ধার করা হয়। উদ্ধার ব্যক্তিকে পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে।’

স্থানীয় লোকজন জানায়, ফুটপাত দিয়ে হাঁটার সময় লোকটি নালায় পড়ে যায়। নালাটির সংস্কারকাজ করার পর ভালোভাবে স্ল্যাব বসানো হয়নি। এ কারণে দুর্ঘটনা ঘটেছে।

আগের দিন শনিবার বিকালে নগরের চান্দগাঁও থানাধীন পাঠানিয়া গোদা এলাকায় নালায় পড়ে যায় এক শিশু। তবে ওই শিশুর সঙ্গে থাকা দুই নারী তাৎক্ষণিকভাবে তাকে টেনে তুলে। নালায় শিশুটি পড়ে যাওয়া এবং উদ্ধারের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এদিকে, গত বছর চট্টগ্রাম নগরে নালায় পড়ে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত বছরের ৩০ জুন চশমা খালে যাত্রীবোঝাই সিএনজিচালিত অটোরিকশা পড়ে দুই জন মারা যান। ২৫ আগস্ট মুরাদপুর মোড়ে নালায় পড়ে সালেহ আহমদ নামে এক ব্যবসায়ী নিখোঁজ হন। তার খোঁজ এখনও মেলেনি। একই বছরের ২৭ সেপ্টেম্বর রাতে আগ্রাবাদে নালায় পড়ে নিহত হন বিশ্ববিদ্যালয় ছাত্রী সাদিয়া। এ ছাড়াও ষোলশহর এলাকায় খালে পড়ে মারা যায় এক শিশু।

/এফআর/
সম্পর্কিত
যশোরে সুতার গোডাউনে আগুন, এক ঘণ্টা পর নিয়ন্ত্রণে
আগুনে বিলীন ২৫০ মাদ্রাসাশিক্ষার্থীর পাঠকেন্দ্র
হাজারীবাগ বস্তির আগুন নিয়ন্ত্রণে
সর্বশেষ খবর
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন