কক্সবাজারে টেকনাফে পৃথক অভিযানে ইয়াবা, মিয়ানমারের মুদ্রা ও স্বর্ণালংকারসহ সাত জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এ সময় একটি সিএনজিও জব্দ করা হয়েছে।
শুক্রবার (১৩ মে) ভোরে টেকনাফের দমদমিয়া চেকপোস্ট এবং কেরুনতলী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো-টেকনাফ বরইতলীর মৃত আব্দুল জাব্বারের ছেলে শফি উল্লাহ (৫৫), স্ত্রী তৈয়বা বেগম (৪০), তাদের ছেলে আনোয়ার হোসাইন (১৯), আনোয়ারের স্ত্রী লাকি আক্তার (১৯), সুলতান আহমদের ছেলে মো. জালাল (২৬), রহমত আলীর ছেলে মো. রেদোয়ান (১৯) ও এক জন কিশোর (১৬)।
টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, মাদক চোরাচালানের খবর পেয়ে বিজিবি সদস্যরা ওই এলাকায় পৃথক অভিযান চালায়। অভিযানে সাড়ে ৪০ হাজার পিস ইয়াবা, ২০০ মিয়ানমার মুদ্রা কিয়াত, অবৈধ ১৪ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়। এ ঘটনায় একটি সিএনজিসহ সাত জনকে আটক করা হয়।
তিনি আরও জানান, উদ্ধার স্বর্ণ জেলা প্রশাসকের ট্রেজারি শাখায় জমা দেওয়া হয়েছে। মাদক উদ্ধারের ঘটনায় মামলা দিয়ে আটকদের টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।