X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

২ ছাত্রীকে মারধর করা সেই শিক্ষক পলাতক

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৫ জুলাই ২০২২, ১২:৫২আপডেট : ০৫ জুলাই ২০২২, ১২:৫২

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শিক্ষকের মারধরে আহত সপ্তম শ্রেণির দুই ছাত্রীর মধ্যে একজন হাসপাতাল থেকে বাসায় ফিরেছে। সোমবার (৪ জুলাই) কর্ণগোপ এলাকার ইউএস-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে বাসায় নিয়ে যান স্বজনরা। আরেক ছাত্রী এখনও চিকিৎসাধীন। অভিযুক্ত হাজী নূর উদ্দিন আহম্মদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জসিম উদ্দিন ভূঁইয়া পলাতক রয়েছেন।

গত ২ জুলাই দুপুরে ঈদুল আজহার ছুটি পেয়ে বিদ্যালয়ে আনন্দ-উল্লাস করায় দুই ছাত্রীকে মারধরের অভিযোগ ওঠে ওই শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় আহত অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয়।

আরও পড়ুন: শিক্ষকের মারধরে ২ ছাত্রী হাসপাতালে

হাসপাতালে চিকিৎসাধীন ছাত্রীর মামা বলেন, ‘আমার ভাগ্নি এখনও অসুস্থ। ঠিকমতো হাঁটতে পারছে না। এ কারণে তাকে রিলিজ দেননি চিকিৎসকরা। তবে আমার ভাগ্নির বান্ধবীকে সকালে রিলিজ দেওয়া হয়েছে। স্বজনরা তাকে বাড়ি নিয়ে গেছে।’

এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের এক কর্মকর্তা জানান, দুই শিক্ষার্থীর মধ্যে একজন সুস্থ হলে বাড়ি পাঠানো হয়। আরেক শিক্ষার্থী এখনও হাসপাতালে ভর্তি আছে। তবে শারীরিক অবস্থা আগের তুলনায় এখন অনেক ভালো। আগামীকাল তাকেও রিলিজ দেওয়া হতে পারে।

আরও পড়ুন: স্কুলে রঙ মাখামাখি করায় ২ ছাত্রীকে মারধর করা সেই শিক্ষক বরখাস্ত

এদিকে মারধরের ঘটনার পর আহত এক ছাত্রীর মা রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত শিক্ষক জসিম উদ্দিনকে আজও গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে মারধরের ঘটনার জেরে তাকে বিদ্যালয় থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ৩ জুলাই হাজী নূর উদ্দিন আহম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহর লাল ঘোষ বিষয়টি জানান। 

নারায়ণগঞ্জ জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার আবির হোসেন জানান, এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্ত শিক্ষক পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারে চেষ্টা চলছে।

/এসএইচ/
সম্পর্কিত
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধর ও অপহরণ, পরিচয় মিলেছে ১০ জনের
ঈদে জামদানিপল্লিতে ১০০ কোটি টাকার শাড়ি বিক্রির আশা
বাড়তি ভাড়া চাওয়ায় যাত্রীদের মারধরে চালক-হেলপারের মৃত্যু
সর্বশেষ খবর
দোকান থেকেই বছরে ২ লাখ কোটি টাকার ভ্যাট আদায় সম্ভব
দোকান থেকেই বছরে ২ লাখ কোটি টাকার ভ্যাট আদায় সম্ভব
বঙ্গবন্ধু স্টেডিয়ামে অতীত ফিরিয়ে আনলেন শান্ত-রানারা
বঙ্গবন্ধু স্টেডিয়ামে অতীত ফিরিয়ে আনলেন শান্ত-রানারা
হিট স্ট্রোক প্রতিরোধে করণীয় ও বিশেষজ্ঞ পরামর্শ জেনে নিন
হিট স্ট্রোক প্রতিরোধে করণীয় ও বিশেষজ্ঞ পরামর্শ জেনে নিন
হাতিরঝিলে ভাসমান অবস্থায় যুবকের মরদেহ
হাতিরঝিলে ভাসমান অবস্থায় যুবকের মরদেহ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি